নাক নিয়ে...

সাধারণ গল্প-উপন্যাসে নাকি তিনটি ভাগ থাকে—শুরুর অংশ, মধ্য ভাগ এবং শেষ অংশ কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে মানে বৈজ্ঞানিক যেকোনো তথ্যের ক্ষেত্রে নাকি মাত্র দুটি ভাগ। প্রথম অংশ এবং শেষ অংশ। তো এক স্কুলের বিজ্ঞান ক্লাসে স্যার এক ছাত্রকে প্রশ্ন করলেন

—সালোক সংশ্লেষণ কী?

—স্যার, প্রথম অংশটা ভুলে গেছি; তবে এর শেষ অংশটা পারি।

—বেশ, শেষ অংশটাই বলো।

ছাত্র তখন বলল:

—তাহাকে সালোকসংশ্লেষণ বলে।

সেই বিজ্ঞান স্যার ছাত্রকে কী বলেছিলেন জানা যায়নি। কিন্তু তিনি সেই ছাত্রের ভবিষ্যত্ নিয়ে বিশেষ চিন্তিত ছিলেন। তবে সবার মুখে কালিমা লেপন করে সেই ছাত্র পরে পাঁচ ইঞ্চি দেয়াল ভেদ করে দেখার একটি প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন। না, পেশায় তিনি ঠিক বিজ্ঞানী হয়ে ওঠেননি। তিনি হয়েছিলেন রাজমিস্ত্রি এবং তার প্রক্রিয়াটা ছিল ‘জানালা’!

জানালা একটি মহত্ আবিষ্কার বলাই বাহুল্য, কিন্তু বর্তমান আবাসন প্রেক্ষাপটে এই আবিষ্কার যেন বিশেষ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আজকাল অ্যাপার্টমেন্ট কালচারের ফলে মানুষের বাড়িঘর এত কাছাকাছি গজিয়ে উঠছে যে একজনের জানালা খুললে আরেকজনের জানালার সঙ্গে ঠোকাঠুকি লেগে যায়। এখানেই শেষ নয়। একজন আরেকজনের ফ্ল্যাট বাড়িঘরের অন্দরমহলেও উঁকি মারতে শুরু করেছে ওই জানালা দিয়ে! এ রকম এক কেসে এক ফ্ল্যাটের মালিক আরেক ফ্ল্যাটে উঁকি মারতে গেলে ওই ফ্ল্যাটের তরুণ দাম করে ঘুষি বসিয়ে দেয় (পাশাপাশি ওই ফ্ল্যাট দুটো ‘ঘুষি মারা দূরত্বে’ অবস্থান করছিল) ব্যস! তারপর তো রক্তারক্তি অবস্থা। ভাঙা নাক নিয়ে লোক ছুটল ডাক্তারের কাছে। ডাক্তার দেখেটেখে বলল, ‘অবস্থা তো পুরা সিরিয়াস। আপনার নাকের ব্রিজ ভেঙে গেছে।’ লোকটির তখন যেন সেই শিবরাম চক্রবর্তীর ‘নাক নিয়ে নাকাল’ অবস্থা! যাহোক, নাকের প্রাথমিক চিকিত্সা দিয়ে তাকে শেষমেশ পাঠানো হলো এক প্লাস্টিক সার্জনের কাছে। প্লাস্টিক সার্জন নাক দেখে বিশেষ চিন্তিত হয়ে উঠলেন। বললেন, ‘নাকের সাইজ আগের মতো ঠিক রাখতে হলে আপনার প্লাস্টিক সার্জারি জরুরি...খরচান্ত ব্যাপার...পারবেন তো?’

—পারতেই হবে। নাকের কারণে আমার চেহারাই যদি ঠিক না থাকে!

—সেটাই, তাহলে পরশু আপনি লাখ খানেক টাকা আর আপনার আগের চেহারার কিছু ছবি নিয়ে আমার গুলশানের চেম্বারে চলে আসুন।

—তা না হয় আসলাম। তবে ডাক্তার সাহেব একটা কথা।

—কী কথা?

—আমার নাকের প্লাস্টিক সার্জারি যখন লাগবেই, তখন একটা প্রস্তাব ছিল।

—কী প্রস্তাব?

—আমার তো প্লাস্টিকের ব্যবসা...প্লাস্টিক যদি আমি সাপ্লাই দিই তাহলে প্লাস্টিক সার্জারির খরচ কি কিছু কমবে?

প্লাস্টিক সার্জন এর উত্তরে কী মন্তব্য করেছিলেন, জানা যায়নি। তবে পৃথিবীর মানুষের বুদ্ধিমত্তা নিয়ে আইনস্টাইন একবার মন্তব্য করেছিলেন, ‘...ঈশ্বরের সব মানুষকে ব্রেন দিয়ে পাঠানোর কোনো দরকার ছিল না, পৃথিবীতে কারও কারও শুধু স্নায়ুতন্ত্রই যথেষ্ট ছিল।’ তবে এটা অন্তত নিশ্চিত যে পৃথিবীর বাইরে সব এলিয়েনরা বুদ্ধিমান! কারণ তারা বুদ্ধিমান বলেই এখন পর্যন্ত পৃথিবীমুখো হয়নি!

লেখক: কার্টুনিস্ট, কথাসাহিত্যিক