বিশ্ব পানি দিবস

প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করা হয়। ১৯৯২ সালের ২২ ডিসেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই প্রস্তাব গ্রহণ করা হয়। সেখানে পানি সম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয়। বাংলাদেশেও প্রতিবছর বিশ্ব পানি দিবস পালন করা হয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে সরকার নিরাপদ পানির নিশ্চয়তা প্রদানসহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও পানি দূষণ কমানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ বছর বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য ভ্যালুয়িং ওয়াটার বা পানির মূল্য।