কালো প্লাস্টিক রিসাইকেল করা কি কঠিন

ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি। তারপর হাতমুখ ধুই, তৈরি হয়ে নিই দিনের জন্য। খেয়াল করলে দেখবেন, যে ব্রাশ দিয়ে দাঁত মাজেন, সেটা প্লাস্টিকের। টুথপেস্ট যে টিউবের মধ্যে থাকে, সেটাও প্লাস্টিক। ওয়াশরুমে যে বালতি ব্যবহার করেন, তাও প্লাস্টিকের। ঘুমাতে যাওয়ার আগে সুইচ টিপে বাতি বন্ধ করছেন, ওটাও সেই একই—প্লাস্টিক। আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে প্লাস্টিক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চারপাশে তাকালে শুধু প্লাস্টিক আর পলিথিন চোখে পড়বে।

প্লাস্টিকের গুণের শেষ নেই। তবে সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এটা খুব সহজে মাটিতে মেশে না। দূষণ কমাতে তাই প্লাস্টিক পুনর্ব্যবহার বা রিসাইকেল করা হয়। কিন্তু সব প্লাস্টিক সমানভাবে রিসাইক্লিং করা সম্ভব নয়। প্লাস্টিকের ধরনের ওপর তো বটেই, রঙের ওপরও রিসাইক্লিং নির্ভর করে অনেকাংশে। অন্য যেকোনো রঙের চেয়ে কালো রঙের প্লাস্টিক রিসাইকেল করা বেশ কঠিন। কিন্তু কেন এমন হয়?

প্লাস্টিক কালো বানাতে বেশিরভাগ সময় ব্যবহৃত হয় কার্বন অণু। এতে খরচ কমে ও খাবার কিছুটা নিরাপদ থাকে। পাশাপাশি পাওয়া যায় ঘন কালো রং। সমস্যা হলো, কালো রং দৃশ্যমান আলোর পাশাপাশি অবলাল আলোর কাছাকাছি তরঙ্গদৈর্ঘ্যও (নিয়ার ইনফ্রারেড) শোষণ করে। ফলে রিসাইকেল প্ল্যান্ট বা কারখানায় বাছাইকারী স্বয়ংক্রিয় যন্ত্রের স্ক্যানারে কালো প্লাস্টিক ধরা পড়ে না। এসব যন্ত্রে বস্তুর রং অনুযায়ী আলাদা করতে ব্যবহৃত হয় অবলাল রশ্মি। তাই চাইলেও খুব সহজে রিসাইকেল করা যায় না কালো রঙের প্লাস্টিক। যন্ত্রের চোখ ফাঁকি দেওয়া কালো প্লাস্টিকের জায়গা হয় পরিত্যক্ত ময়লা রাখার পাত্রে। এরপর সেগুলো চলে যায় ময়লার ভাগাড়ে।

আগামীকাল বাজারে বিজ্ঞানচিন্তার অক্টোবর সংখ্যা  

বিজ্ঞানচিন্তার অক্টোবর সংখ্যা কিনুন এই লিংক থেকে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়েস্ট অ্যান্ড রিসোর্স অ্যাকশন প্রোগ্রাম বা র‍্যাপের (WRAP) মতো বিভিন্ন প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে কাজ করছে। প্লাস্টিকের রং কালো করার জন্য কার্বনের বিকল্প রঞ্জক কণা ব্যবহার করা যায় কি না, সেটা খতিয়ে দেখছে প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে। সংশ্লিষ্টরা মনে করেন, বিকল্প রঞ্জক কণা দিয়ে প্লাস্টিক কালো করা গেলে রিসাইকেল করা কঠিন হবে না।

সূত্র: সায়েন্স ফোকাস