বৃষ্টির দিনে আবহাওয়া সাধারণত ঠান্ডা থাকার কথা। কিন্তু অনেক সময় দেখা যায় একধরনের ভ্যাপসা গরম আমাদের অস্থির করে তোলে। এ রকম তো হওয়ার কথা নয়। কিন্তু এটাই যেন স্বাভাবিক। এর কারণ হলো মেঘাচ্ছন্ন আকাশ। মেঘের জন্য পৃথিবীর তাপ মহাকাশে বেশি দূর ছড়িয়ে পড়তে পারে না। ফলে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মের ফলে সৃষ্ট যে তাপ চারপাশে ছড়িয়ে পড়ার কথা, সেটা অবাধে মহাকাশে যেতে পারে না। ভাসমান মেঘে আটকা পড়ে চারপাশের বাতাসেই ঘুরতে থাকে। সে জন্য একধরনের উষ্ণতা আমাদের ঘিরে রাখে। একেই আমরা সাধারণত বলি ভ্যাপসা গরম। দুই–চার দিন এ রকম চলে। এরপর আকাশ কিছুটা মেঘমুক্ত হলে আটকে পড়া উষ্ণতা মুক্ত আকাশে ছড়িয়ে পড়ে। আমরাও কিছু স্বস্তি পাই। এ জন্যই শরৎকালে বা বসন্তে গ্রীষ্মকালের চেয়ে একটু বেশি অস্বস্তিকর তাপমাত্রা মাঝেমধ্যে আমাদের অস্থির করে তোলে। শীতকালে আকাশ সাধারণত মেঘমুক্ত থাকে। তাই সন্ধ্যায় আমাদের চারপাশের বাতাসের উষ্ণতা দ্রুত মহাকাশে বিলীন হয়। সন্ধ্যার পরপরই নামে প্রচণ্ড শীত। কিন্তু আকাশে কোনো কারণে মেঘ থাকলে শীতকালেও রাতে কোনো কোনো সময় অস্বস্তিকর গরম সহ্য করতে হয়।
