নভোচারীদের ওপর প্রচণ্ড চাপ তো পড়েই, আবার পরক্ষণেই তাঁদের চাপশূন্য অবস্থায় পড়তে হয়। মহাশূন্যে রকেট রওনা দেওয়ার সময় মাধ্যাকর্ষণজনিত ত্বরণের তিন গুণ ত্বরণ (৩ ম) সইতে হয়। এটা প্রচণ্ড পরিমাণ বল। মনে হয় ওজন তিন গুণ বেড়ে গেছে। ৮ থেকে ১০ মিনিটের মধ্যেই অবশ্য রকেট তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যায়। তখন নভোচারী ওজনশূন্য হয়ে পড়েন। সেটা আবার আরেক অস্বস্তিকর ব্যাপার। এসব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য নভোচারীদের দীর্ঘদিন অনুশীলন করতে হয়। এই বাড়তি চাপ ও ওজনশূন্য অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য স্পেসস্যুট পরতে হয়। তারপরও এ ধরনের অভাবনীয় পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে দীর্ঘদিনের অনুশীলন প্রয়োজন হয়।