শীতে ব্যায়াম করলে কি সুফল পাব

শীতকালে নিয়মিত ব্যায়াম করলে অসুস্থ হওয়ার সম্ভবনা কম থাকেছবি: পল হেইস / আলামি

যাঁরা হাঁটা-চলাফেরার মধ্যে থাকেন, তাঁদের জন্য আলাদা ব্যায়ামের দরকার হয় না। সমস্যা হয় যাঁরা দিনের বেশির ভাগ সময় এক জায়গায় বসে কাজ করেন। তাঁদের প্রতিদিন একটু ব্যায়াম করা অবশ্য প্রয়োজন। শীতকালে এটা আরও বেশি দরকার। এ বিষয়ে অনেক বিজ্ঞানী গবেষণা করেছেন। তাঁরা দেখিয়েছেন ব্যায়ামের উপকারিতাগুলো আমরা কীভাবে পাই। আসুন জেনে নিই দুয়েকটি জরুরি বিষয়।

খুব বড় ধরনের আয়োজন না করেও কিন্তু ব্যায়াম করা যায়। যেমন, সকাল বা বিকেলে মিনিট পনেরো জোরে হাঁটলেও ভালো ব্যায়াম হয়। এর মাঝে যদি তিন-চার মিনিট সামান্য জোরে দৌড়ানো যায়, তাহলে আরও ভালো। যাঁরা সকালে হাঁটতে অভ্যস্ত, তাঁরা একটা বাড়তি সুবিধা পান। শরীর ঝরঝরে হয়ে যায়। দিনের শুরুতে কাজের জন্য মনে হবে যেন শরীরের কলকবজা সব 'রি-স্টার্ট' হয়ে গেল। এরপর সারা দিনের কাজের জন্য আপনি প্রস্তুত।

সকালে হাঁটলে শরীর ও মন সতেজ থাকে
ফাইল ছবি

নিয়মিত ব্যায়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিভিন্ন প্রাণীর ওপর পরীক্ষায় এটা দেখা গেছে। এখন মানুষের ওপর পরিচালিত পরীক্ষায়ও দেখা গেছে ব্যায়াম করলে সাধারণ অসুখ-বিসুখ কম হয়। সহজে ঠান্ডা লাগে না, কাশি বা হালকা জ্বরে ভুগতে হয় না। বিশেষভাবে শীতকালের এসব উপদ্রব থেকে মুক্ত থাকা সম্ভব হয়।

আরও পড়ুন
যাঁরা সকালে হাঁটতে অভ্যস্ত, তাঁরা একটা বাড়তি সুবিধা পান। শরীর ঝরঝরে হয়ে যায়। দিনের শুরুতে কাজের জন্য মনে হবে যেন শরীরের কলকবজা সব 'রি-স্টার্ট' হয়ে গেল।

কোনো জীবাণুর সংক্রমণ ঘটলে এর প্রতিক্রিয়ায় রোগ প্রতিরোধব্যবস্থা শরীরের বিভিন্ন সেলের (জীবকোষ) মাধ্যমে জীবাণুগুলোকে আক্রমণ করে। কিছু সেল সরাসরি কাজ না করে রোগ প্রতিরোধের উদ্দেশে অন্য রকম ব্যবস্থা নেয়। ফলে শরীরের বিভিন্ন স্থান একটু লাল হয়ে ফুলে ওঠে (ইনফ্লেমেশন) (সূত্র: নিউইয়র্ক টাইমস, কিনডেল ভার্সন, ২০ ডিসেম্বর ২০১৫)। এসব দেখে আমরা অনেক সময় ঘাবড়ে যাই, মনে করি রোগের লক্ষণ।

নিয়মিত ব্যায়াম শরীরের রোগপ্রতিরোধব্যবস্থাকে সক্রিয় রাখতে সাহায্য করে
ছবি: গেটি ইমেজ

কিন্তু অনেক সময় ইনফ্লেমেশন শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে সক্রিয় করতে সাহায্য করে। সমস্যা হয়, যদি ইনফ্লেমেশন বেশি ছড়িয়ে পড়ে। তখন পেশি-কলার (টিস্যু) ক্ষতি হয়। এ ধরনের ক্ষতি কমাতে ব্যায়ামের দরকার। শরীরের ফ্যাট সেলগুলো সাধারণত ইনফ্লেমেশনের উপাদান জোগায়। দেহে মাত্রাতিরিক্ত চর্বি এ জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। নিয়মিত ব্যায়াম শরীরের চর্বি কমায় এবং এভাবে রোগ প্রতিরোধব্যবস্থাকে কার্যকর ভূমিকা গ্রহণে সাহায্য করে।

আরও পড়ুন