আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের ৩৬তম আসর চলছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। ২০ জুলাই, রোববার শুরু হয়েছে এ অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান। চলবে ২৭ জুলাই, রোববার পর্যন্ত। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড দল বর্তমানে রয়েছে ম্যানিলায়।
বাংলাদেশের চার সদস্যের দলের দলনেতা হিসেবে রয়েছেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক রাখহরি সরকার এবং সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক মৃত্যুঞ্জয় কুন্ডু। আর দলের চার সদস্য হলেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরিজ আনাস, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ফারাবিদ বিন ফয়সাল, নটর ডেম কলেজের হা-মীম রহমান এবং রাজউক উত্তরা মডেল কলেজের মারজান আফরোজ।
এর আগে, বাংলাদেশ দল গঠনের উদ্দেশ্যে সারা দেশে ১০টি আঞ্চলিক উৎসব আয়োজিত হয় ১৬-২৪ মে। এতে প্রায় সাড়ে আট হাজার শিক্ষার্থী অংশ নেয়। এরপর আঞ্চলিক উৎসবের বিজয়ীদের নিয়ে আয়োজিত হয় জাতীয় উৎসব। ৩১ মে জাতীয় উৎসবে অংশ নেয় ১ হাজার ১৯০ জন শিক্ষার্থী। এ পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হয় জাতীয় আবাসিক বায়োক্যাম্প। সেখান থেকে সেরা চারজনকে বাছাই করা হয়েছে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য। ১৯ জুন ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় চূড়ান্ত বাছাইপর্ব।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (বিডিবিও) আয়োজক বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি। প্রশিক্ষণে সহায়তা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং ড্যাফডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। কারিগরি সহযোগিতা দিয়েছে ল্যাব বাংলা। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল কিশোর আলো এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।