ছবিতে ছবিতে জাতীয় বিজ্ঞান উৎসব

সাতটি বিভাগীয় শহরে আঞ্চলিক পর্ব শেষে দেশসেরা খুদে বিজ্ঞানীদের নিয়ে গত ২০ মার্চ, সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয় বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব। দিনব্যাপী এ আয়োজনে আঞ্চলিক পর্বের বিজয়ীরা কুইজ ও প্রজেক্ট প্রদর্শনীতে অংশ নেয়। এ পর্বের বিজয়ীদের জন্য ছিল ল্যাপটপ, বই, মেডাল, সার্টিফিকেট ও ট্রফিসহ আরও অনেক পুরস্কার। অনুষ্ঠানটি ছিল সবার জন্য উন্মুক্ত। আগ্রহী অনেকে উৎসব পরিদর্শনের পাশাপাশি অংশ নেয় বিশেষ কুইজ ও সুডোকু প্রতিযোগিতায়। এ পর্বের বিজয়ীদের জন্যও ছিল আকর্ষণীয় সব পুরস্কার। এ ছাড়া দিনব্যাপী ছিল রোবট প্রদর্শনী, ম্যাজিক শো, পাপেট শো, প্রশ্নোত্তর পর্ব, তারকাকথন, সাংস্কৃতিক পর্বসহ আরও অনেক আয়োজন। পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামে এ উৎসবের। ছবিতে দেখে নিন বিজ্ঞানের এ আয়োজনের কয়েকটি মুহূর্ত।

১ / ৩৪
বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্বে উদ্বোধনী মঞ্চে অতিথিরাশুভ্র কান্তি দাশ
আরও পড়ুন