শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে আগ্রহী করতে প্রথমবারের মতো আয়োজিত হলো আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান কার্নিভাল। গত ২০ থেকে ২২ জুন রাজধানীর মিরপুরের স্কলাস্টিকার সিনিয়র ক্যাম্পাসে এ কার্নিভাল আয়োজিত হয়।
মোট তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা এই কার্নিভালে অংশ নেয়। ৭ম-৮ম শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরিতে, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা সেকেন্ডারি ক্যাটাগরিতে এবং সিনিয়র ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এ কার্নিভালে শিক্ষার্থীদের জন্য ছিল নানা ধরনের প্রতিযোগিতা। যেমন ম্যাথমেটিক্স অলিম্পিয়াড, জেনারেল সায়েন্স অলিম্পিয়াড, ক্যালকুলাস ও অ্যারিথমেটিক অলিম্পিয়াড, রোবোটিক্স অলিম্পিয়াড, স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডসহ আরও অনেক আয়োজন। পাশাপাশি ছিল সুডোকু প্রতিযোগিতা, এক্সটেম্পোর স্পিচ, আইকিউ টেস্ট ও তাৎক্ষণিক যুক্তিবিদ্যার পরীক্ষা।
কার্নিভালের বড় আকর্ষণ ছিল বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী সব ধারণাকে বাস্তব রূপ দেয় সেখানে। স্কলাস্টিকার শিক্ষার্থী ধ্রুব রহমান একটি প্রজেক্ট দেখে মুগ্ধ হয়েছেন। তিনি জানান, ‘ফুটপাথ থেকে কীভাবে বিদ্যুৎ তৈরি করা যায়, তা নিয়ে একটি প্রজেক্ট দেখে আমি বিমোহিত। আগামীবার আমিও প্রজেক্ট নিয়ে আসব।’
এই প্রতিযোগিতায় দেশের ৪০টি স্কুল থেকে ৪০০-এর বেশি শিক্ষার্থী সরাসরি অংশ নেয়। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয় অনলাইনে। এদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২৩০জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
স্কলাস্টিকা গণিত ক্লাবের মডারেটর তামান্না ফেরদৌস বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহী করে। তাদের মধ্যে একটি গবেষণামুখী মনোভাব গড়ে ওঠে।’
এই কার্নিভাল আয়োজন করছে স্কলাস্টিকার ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স ক্লাব।