ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ওপেন চ্যাম্পিয়নশিপের নিবন্ধন শুরু

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্যরা

শিগগিরিই শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ। বর্তমানে চলছে নিবন্ধন। চলবে ৩০ জুন, সোমবার পর্যন্ত।

এই চ্যাম্পিয়নশিপের মূল পর্ব আয়োজিত হবে আগামী ১৮-২১ সেপ্টেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। বিশ্বের মোট ৪৭টি দেশের ২৫০টি দলের শিক্ষার্থী এতে অংশ নেবে। এই প্রতিযোগিতায় অংশ নেবে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের বিজয়ী দলগুলো।

আরও পড়ুন

চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে মোট চারটি ভিন্ন ক্যাটাগরিতে। বাংলাদেশ থেকে তিনটি ক্যাটাগরিতে চারটি দল অংশগ্রহণের সুযোগ পাবে। এর মধ্যে ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে দুটি, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে একটি এবং রোবোস্পোর্টস ক্যাটাগরিতে একটি দল থাকবে। প্রতিটি দলে ২-৩ জন সদস্য এবং ১ জন কোচ থাকতে পারবে। প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত দলগুলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। তবে ফিলিপাইনে আয়োজিত পর্বই কিন্তু জাতীয় পর্ব নয়। জাতীয় পর্ব আয়োজিত হবে আরও পরে।

প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করা যাবে এই লিংক থেকে: https://forms.office.com/r/B6QSa988jr। আরও তথ্য জানতে দেখুন এই লিংক: WROBd.org/wa-ch

ওপেন চ্যাম্পিয়নশিপ আয়োজন করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডের বাংলাদেশ দল নির্বাচন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ।

আরও পড়ুন