আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ২ থেকে ৯ আগস্ট চীনের বেইজিংয়ে এ অলিম্পিয়াডে আন্তর্জাতিক পর্ব আয়োজিত হবে। সে জন্য বাছাইকৃত সেরা ৪ শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীরা হলেন নটর ডেম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আবরার শহীদ ও মিসবাহ্ উদ্দিন, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আরেফিন আনোয়ার এবং রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রিয়াসাত ইসলাম।
এআই অলিম্পিয়াডের আন্তর্জাতিক পর্ব অনুষ্ঠিত হবে দুই রাউন্ডে। প্রথমে সায়েন্টিফিক রাউন্ড। সেখানে শিক্ষার্থীদের কয়েকটি নির্দিষ্ট সমস্যা সমাধান করতে হবে। দ্বিতীয়টি প্র্যাকটিক্যাল রাউন্ড। এ পর্বে শিক্ষার্থীরা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তায় সরাসরি ব্যবহৃত হচ্ছে, এমন কিছু টুলের ওপর নিজেদের তৈরি করা প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে কিছু নির্দিষ্ট সমস্যা সমাধান করবে।
এর আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা নিবন্ধন করে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের অনলাইন পর্বে অংশগ্রহণ করে। আঞ্চলিক পর্বের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় অনলাইন গ্রুমিং সেশন। এরপর ১৭ মে বাইউবিটিতে অনুষ্ঠিত হয় এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব। সেখান থেকে নির্বাচিতদের নিয়ে ২৩ থেকে ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে আয়োজিত হয় দুই দিনের ক্যাম্প। ক্যাম্প শেষে ৩১ মে শিক্ষার্থীদের পারফরম্যান্স ও বুদ্ধিমত্তার দক্ষতা যাচাই করে চূড়ান্তভাবে ঠিক করা হয়েছে চার সদস্যের এ দল।
বাংলাদেশ এআই অলিম্পিয়াডের প্লাটিনাম স্পনসর বিইউবিটি। অন্যান্য স্পন্সর ব্রেইন স্টেশন ২৩, ইনটেলিজেন্ট মেশিন্স, ক্রিয়েটিভ ইট ইনস্টিটিউট ও রকমারি। ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে কিশোর আলো এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।