অনুষ্ঠিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। জমজমাট এ আয়োজনে উপস্থিত হয়েছেন দেশসেরা অধ্যাপক, বিজ্ঞানী-গবেষক ও কথাসাহিত্যিকরা। সবাইকে সঙ্গে নিয়ে আজ ২৯ অক্টোবর, শনিবার অনুষ্ঠিত হয় এ উৎসবের ঢাকা আঞ্চলিক পর্ব। রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে সকাল ৮ টায় শুরু হয় এ আয়োজন। চলে দুপুর ১টা পর্যন্ত। বিজ্ঞান উৎসবের প্রজেক্ট প্রতিযোগিতায় সেরা ১০ প্রজেক্ট ও কুইজের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক ক্যাটাগরিতে ২০ জনকে বিজয়ী করা হয়।
প্রজেক্ট প্রদশর্নীতে প্রথম ও সেরাদের সেরা হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অষ্টম শ্রেণির তিন শিক্ষার্থী সাদমান হক, নাবিল হোসেন ও কেএম আদিব-উল-ইসলাম। দ্বিতীয় হয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুনতাকিম হাসান, আবরার ফাহিম ও মুহতাসিম সাফওয়ান। তৃতীয় হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের অষ্টম শ্রেণির তিন শিক্ষার্থী আফিয়া হুমায়রা, সামিহা সৈয়েদা ও মুমতাহিমা তাবাসসুম অর্পি। চতুর্থ হয়েছে একই স্কুলের তায়েফ মাহমুদ। পঞ্চম হয়েছে ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুলের নবম শ্রেণির তিন শিক্ষার্থী শর্মিষ্ঠা মিত্র, আনুশকা কবির ও তাসফিয়া তাবাসসুম। ষষ্ঠ হয়েছে বিএফ শাহিন কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাদিরা তাসনিম ও ষষ্ঠ শ্রেণির সৈয়দা সাদিয়া সিদ্দিক ও আবরার জারিফ। আদমজী ক্যানটনমেন্ট পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মাসরুর আলী নিল হয়েছে সপ্তম। অষ্টম হয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ ওয়াসি, মো. ফারহান শাহরিয়ার ও মো. আদিল আহনাফ। বিএফ শাহিন কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাফি সামিন হয়েছে নবম। দশম হয়েছে শহীদ পুলিশ স্মৃতি কলেজের নবম শ্রেণির তিন শিক্ষার্থী সিরাজাম মুনিরা মারজান, সুমাইয়া আফরিন মিম ও সানজিদা মাসুম মিম।
কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিকে প্রথম ও সেরাদের সেরা হয়েছে সরকারি ল্যাবরেটরি হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মীর বিলাওয়াল বিন আহমদ। দ্বিতীয় হয়েছে মডেল একাডেমি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মো. নোমান ছিদ্দিক মুন। তৃতীয় হয়েছে দশম শ্রেণির আইডিয়াল স্কুল এন্ড কলেজের সিফাত ছফা আপন। চতুর্থ ও পঞ্চম হয়েছে যথাক্রমে সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. সাদী মিশু ও মো. শামস আরেফিন। নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. মাসুদ রানা হয়েছে ষষ্ঠ। সপ্তম হয়েছে শহীদ পুলিশ স্মৃতি কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. হাসিবুল কবির। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী মুশফিক রহমান হয়েছেন অষ্টম। আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তানভীর ইসলাম শিহাব নবম এবং দশম স্থান অধিকার করেছে নিউ মডেল মহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. ফাহিম।
নিম্নমাধ্যমিকে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইয়াফাত আদনান হয়েছে প্রথম ও সেরাদের সেরা। শহীদ পুলিশ স্মৃতি কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহরিন বিনতে মাহবুব। তৃতীয় হয়েছে শহীদ পুলিশ স্মৃতি কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অথৈ বিশ্বাস। চতুর্থ হয়েছে ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৃজনী সাহা। হলি ক্রস গার্লস হাইস্কুলের ফাতেমা আক্তার বুশরা হয়েছে পঞ্চম। মডেল একাডেমি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জাফিয়া কবির ষষ্ঠ, শহীদ পুলিশ স্মৃতি কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মালিহা জামান নাবিলা সপ্তম, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মীম গুলতেকিন নুসরাত অষ্টম, সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদ বিন আহমেদ নবম ও মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনাফ মেহেরাব রাজ্য হয়েছে দশম।
বিজয়ীদের জন্য ছিল বই, সার্টিফিকেট, মেডাল ও টি-শার্ট এবং প্রতিটি বিভাগের প্রথম তিনজনের জন্য বিজ্ঞানবাক্স। এছাড়া প্রজেক্ট ও দুই বিভাগের কুইজের সেরাদের সেরার জন্য ছিল ট্রফি।