বাংলাদেশে প্রথমবার নাসা অ্যাস্ট্রো ক্যাম্পের নেতৃত্ব পেল রিয়াজ পাবলিক স্কুল

প্রথমবারের মতো নাসার অ্যাস্ট্রো ক্যাম্প কমিউনিটি পার্টনার হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এতে নির্বাচিত হয়েছে ইপিলিয়ন ফাউন্ডেশনের শিক্ষা প্রতিষ্ঠান রিয়াজ পাবলিক স্কুল। এর মাধ্যমে মহাকাশ বিষয়ক শিক্ষা অভিযানে বাংলাদেশ যুক্ত হলো বিশ্বের ৭টি দেশের ২৭১টি প্রতিষ্ঠানের সঙ্গে।

অ্যাস্ট্রো ক্যাম্প হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি বৈশ্বিক উদ্যোগ। এই ক্যাম্পের মাধ্যমে শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ বিষয়ে হাতে-কলমে শেখানো হয়। এই ক্যাম্পের অংশ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন রকেট তৈরি, রোবটিক্স, মহাকাশ মিশন ও স্টেম প্রজেক্টের মতো কার্যক্রমে অংশ নিতে পারবে। এই শিক্ষার অভিজ্ঞতা শিক্ষার্থীদের আরও বেশি আত্মবিশ্বাসী ও সৃজনশীল করে তুলবে।

আরও পড়ুন
শিক্ষা, খেলাধুলা, প্রযুক্তি ও গ্লোবাল সিটিজেনশিপ—এই চার স্তম্ভে দাঁড়িয়ে রিয়াজ পাবলিক স্কুল ও ইপিলিয়ন ফাউন্ডেশন এই উদ্যোগকে ছড়িয়ে দিতে চায় দেশের প্রতিটি প্রান্তে। এই ক্যাম্পের সাহায্যে শুধু কিছু শিক্ষার্থী নয়, বরং গড়ে উঠবে একটি নতুন প্রজন্ম।

এ বিষয়ে রিয়াজ পাবলিক স্কুলের এক প্রতিনিধি জানান, ‘এটা শুধু একটি ক্যাম্প নয়, ভবিষ্যতের জন্য এক মহাজাগতিক প্রস্তুতি। আমরা বিশ্বাস করি, শহর হোক বা গ্রাম—জ্ঞান সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত। এই ক্যাম্প দেশের প্রতিটি শিক্ষার্থীর মধ্যে সেই সম্ভাবনার আলো জ্বালবে।’

নাসা অ্যাস্ট্রো ক্যাম্প দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও আগামীর চাহিদা অনুযায়ী গড়ে তুলতে সহায়তা করবে। শিক্ষা, খেলাধুলা, প্রযুক্তি ও গ্লোবাল সিটিজেনশিপ—এই চার স্তম্ভে দাঁড়িয়ে রিয়াজ পাবলিক স্কুল ও ইপিলিয়ন ফাউন্ডেশন এই উদ্যোগকে ছড়িয়ে দিতে চায় দেশের প্রতিটি প্রান্তে। এই ক্যাম্পের সাহায্যে শুধু কিছু শিক্ষার্থী নয়, বরং গড়ে উঠবে একটি নতুন প্রজন্ম। তারা হবে আগামী দিনের বিজ্ঞানী, পরিবেশবিদ ও প্রযুক্তি-উদ্যোক্তা।

আরও পড়ুন