বাংলাদেশ এআই অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

(বাঁ থেকে) নটর ডেম কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দীন, সেন্ট যোসেফ কলেজের শিক্ষার্থী আরেফিন আনোয়ার, বাংলাদেশ দলের টিম লিডার অধ্যাপক বি এম মইনুল হোসেন, একাডেমিয়ার শিক্ষার্থী রাফিদ আহমেদ এবং নটর ডেম কলেজের শিক্ষার্থী আবরার শহীদ

আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৫। ইতিমধ্যে শুরু হয়েছে নিবন্ধন। নিবন্ধনের শেষ সময় ২০ এপ্রিল ২০২৫। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তায় উত্সাহী করতে এ অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে।

চলতি বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (এআই অলিম্পিয়াড)। দেশের তরুণ প্রজন্মকে বিদ্যালয় পর্যায় থেকেই প্রোগ্রামিং, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশনসহ আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও সমস্যা সমাধানের পদ্ধতির সঙ্গে পরিচিত করা ও হাতে-কলমে দক্ষ্য করে গড়ে তোলাই বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের উদ্দেশ্য। এই অলিম্পিয়াডের মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রশিক্ষণ, প্রাথমিক প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ের মূল আয়োজনে অংশ নিতে পারবে। আর নির্বাচিতদের জন্য থাকবে আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ। 

অলিম্পিয়াডে নিবন্ধন করতে এবং বিস্তারিত জানতে দেখুন: bdaio.org

আরও পড়ুন
গত বছর প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছিল। ৯-১১ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে বসেছিল সেই আসর। এই অলিম্পিয়াডের মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রশিক্ষণ, প্রাথমিক প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ের মূল আয়োজনে অংশ নিতে পারবে।

বাংলাদেশ এআই অলিম্পিয়াড আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। অলিম্পিয়াড আয়োজনে পাওয়ার্ড বাই রিভ চ্যাট, প্লাটিনাম স্পন্সর ও হোস্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। আয়োজনে অন্যান্য স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইনস্টেশন ২৩, ইন্টেলিজেন্ট মেশিনস লিমিটেড, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও রকমারি ডটকম। ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।

গত বছর প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছিল। ৯-১১ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে বসেছিল সেই আসর। অলিম্পিয়াডে রৌপ্যপদক পেয়েছিলেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও কলেজের শিক্ষার্থী আরেফিন আনোয়ার এবং নটর ডেম কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন। আর ব্রোঞ্জপদক পেয়েছিলেন নটর ডেম কলেজের শিক্ষার্থী আবরার শহীদ এবং একাডেমিয়ার শিক্ষার্থী রাফিদ আহমেদ।

আরও পড়ুন