ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কর্মশালা

অনুষ্ঠিত হলো ‘স্টেলার লাইট অ্যান্ড কসমিক বেন্ডস: ডেটা ড্রিভেন অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপ’ শীর্ষক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কর্মশালা। গত ২৭ ও ২৮ জুলাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত হয় দুই দিনের এই কর্মশালা। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সূর্য ও নক্ষত্রের বর্ণালি বিশ্লেষণ এবং গ্যালাক্সি-গ্যালাক্সি স্ট্রং লেন্সিং মডেলের মাধ্যমে গ্যালাক্সির গঠন ও বৈশিষ্ট্য বুঝতে পারেন।

কর্মশালায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজির বিভাগীয় প্রধান মো. সালাহউদ্দিন এবং অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের পরিচালক অধ্যাপক আরিফ আহমদ। আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক কাজী জাহিদ হাসান, কার্টুনিস্ট আহসান হাবীব এবং বিজ্ঞানবক্তা আসিফ।

আরও পড়ুন

কর্মশালার প্রথম দিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক তামিমা তামান্না করোনাল ম্যাস ইজেকশন নিয়ে আলোচনা করেন। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের পিএইচডি শিক্ষার্থী মো. সৈয়দ আহমেদ একটি হ্যান্ডস-অন সেশন পরিচালনা করেন। সেখানে নক্ষত্রের বর্ণালি সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সংশ্লিষ্ট নক্ষত্রে উপস্থিত মৌলসমূহ শনাক্ত করার প্রক্রিয়া দেখানো হয়।

দ্বিতীয় দিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পিএইচডি গবেষক এস এম রাফি আদনান গ্র্যাভিটেশনাল লেন্সিং নিয়ে আলোচনা করেন। তাঁর নেতৃত্বে ২০ জন বাংলাদেশি গবেষকের একটি যৌথ গবেষণার ওপর ভিত্তি করে এই আলোচনা প্রবন্ধ তৈরি করা হয়েছে। সম্প্রতি এই প্রবন্ধটি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে প্রকাশিত হয়েছে। এই গবেষণা সম্পাদনা করেছেন জ্যোতির্বিজ্ঞানী আনোয়ার জামান।

এরপর আইসিটিপি-পিডব্লিউএফ বাংলাদেশ কোলাবরেশনের গবেষক আহমাদ আল-ইমতিয়াজ ডিএস৯ ও পাইথন ব্যবহার করে FITS file handling এবং Lenstronomy টুলের মাধ্যমে গ্যালাক্সি লেন্স মডেলিংয়ের ওপর একটি ইনটেনসিভ হ্যান্ডস-অন সেশন পরিচালনা করেন।

আরও পড়ুন