শুরু হয়েছে বিজ্ঞান উৎসবের ঢাকা আঞ্চলিক পর্বের নিবন্ধন

সারা দেশে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। এ উৎসবে রয়েছে দুটি পর্ব—আঞ্চলিক ও জাতীয় পর্ব। আঞ্চলিক পর্ব আয়োজিত হবে সাতটি বিভাগীয় শহরে। অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেটে। এতে দুই ক্যাটাগরিতে স্কুলশিক্ষার্থীরা কুইজ ও প্রজেক্ট প্রদর্শনীতে অংশ নিতে পারবে।

২০২২ সালে বিজ্ঞান উৎসবের বিজয়ীরাফাইল ছবি

ইতিমধ্যে ঢাকা আঞ্চলিক পর্বের নিবন্ধন শুরু হয়েছে। এ পর্বের নিবন্ধন করতে হবে প্রথম আলো ঢাকা অফিসে এসে। নিবন্ধনের ঠিকানা: বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

নিবন্ধন চলবে: প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (শুক্রবার ছাড়া)।

নিবন্ধনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।

ঢাকা আঞ্চলিক উৎসবে অংশ নেবে: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা।

 

কুইজে অংশ নেওয়া যাবে দুই ক্যাটাগরিতে

এ উৎসবে কুইজ প্রতিযোগিতায় থাকছে দুটি ক্যাটাগরি।

নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

মাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নিতে পারবে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। পাশাপাশি চলতি বছরের, অর্থাৎ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীরাও অংশ নিতে পারবে এ আয়োজনে।

কুইজে সবাইকে এককভাবে অংশগ্রহণ করতে হবে। একই সঙ্গে একজন শিক্ষার্থী প্রজেক্ট ও কুইজে অংশগ্রহণ করতে পারবে।

আরও পড়ুন
২০২২ সালে বিজ্ঞান উৎসবের ঢাকা আঞ্চলিক পর্বে প্রজেক্ট প্রদর্শনী। তারাই জাতীয় পর্বে সেরাদের সেরা হয়েছে
ফাইল ছবি

প্রজেক্ট প্রদর্শনীতে অংশ নেওয়া যাবে এক ক্যাটাগরিতে

প্রজেক্ট প্রদর্শনীতে অংশ নিতে পারবে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা। একক বা দলগতভাবে অংশ নেওয়া যাবে এতে। একটি দলে একই স্কুলের সর্বোচ্চ ৩ জন অংশ নিতে পারবে। তবে শিক্ষার্থীরা চাইলে অন্য স্কুলের শিক্ষার্থীদের সঙ্গেও দল গঠন করতে পারবে।

বিশেষভাবে বলে রাখা প্রয়োজন—

  • প্রজেক্টের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হবে না। প্রয়োজনে ব্যাটারি নিয়ে আসতে হবে নিজেদের। কেউ বিদ্যুৎ সরবরাহ নির্ভর প্রজেক্ট নিয়ে এলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

  • কোডিং বা আইওটি-নির্ভর প্রজেক্টগুলোর কোড দেখাতে হবে ল্যাপটপে।

  • সব প্রজেক্টের বিস্তারিত হিসাব-নিকাশ এবং পেছনের বিজ্ঞান প্রতিযোগিদের ব্যাখ্যা করতে পারতে হবে। বিস্তারিত জানতে পড়ো: প্রজেক্ট নির্দেশিকা: যেমন চাই একটি বিজ্ঞান প্রজেক্ট

আরও পড়ুন

নিবন্ধন করতে হবে যেভাবে

রেজিস্ট্রেশন বা নিবন্ধনের জন্য অংশগ্রহণকারীকে সশরীরে উপস্থিত হতে হবে নিবন্ধন ঠিকানায়। প্রজেক্টের ক্ষেত্রে দলের অন্তত একজন সদস্যকে উপস্থিত হতে হবে। ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের বা দলের সব সদস্যের নাম, ঠিকানা, স্কুলের নাম ও ক্যাটাগরি উল্লেখ করতে হবে।

  • নিবন্ধনের সময় সঙ্গে আনতে হবে স্কুলের পরিচয়পত্র বা বেতন রশিদ।

  • বিশেষ প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবক এসেও নিবন্ধন করতে পারবেন, তবে সঙ্গে অবশ্যই শিক্ষার্থীর পরিচয়পত্র বা বেতন রশিদ আনতে হবে।

আঞ্চলিক উৎসব থেকে যেভাবে বাছাই করা হবে

ঢাকা আঞ্চলিক পর্বের মাধ্যমে শুরু হবে এবারের বিজ্ঞান উৎসব। কবে এবং কোথায় ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে, তা শিগগিরিই জানানো হবে।

  • প্রতিটি আঞ্চলিক পর্ব থেকে প্রজেক্টে ১০টি দলকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। তবে বিজ্ঞানচিন্তা একাডেমিক টিম যদি মনে করে কোনো অঞ্চলে দশের বেশি ভালো প্রজেক্ট আছে, তাহলে তাদের বিশেষ বিবেচনায় জাতীয় পর্বে আসার সুযোগ দেওয়া হবে।

  • নিম্নমাধ্যমিক কুইজে সেরা ১০ জনকে জাতীয় পর্বের জন্য বাছাই করা হবে।

  • মাধ্যমিক কুইজেও সেরা ১০ জনকে জাতীয় পর্বের জন্য বাছাই করা হবে।

আরও পড়ুন

পুরস্কার হিসেবে যা থাকবে

আঞ্চলিক পর্বে বিজয়ীদের জন্য থাকবে ট্রফি, মেডেল, সার্টিফিকেট, বই, টি-শার্টসহ আরও আকর্ষণীয় পুরস্কার। এছাড়া জাতীয় পর্বের জন্য আরও আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই।

বিজ্ঞান উৎসব সম্পর্কে যেভাবে জানব

সরাসরি বিজ্ঞানচিন্তার কার্যালয়ে কথা বলতে ফোন করুন 01708 16 87 90 নম্বরে। পাশাপাশি বিজ্ঞান উৎসব সম্পর্কে বিস্তারিত জানা যাবে যেসব মাধ্যমে:

  • বিজ্ঞানচিন্তা ওয়েবসাইট: bigganchinta.com

  • বিজ্ঞানচিন্তা প্রিন্ট ভার্সন

  • বিজ্ঞানচিন্তা ফেসবুক পেজ: facebook.com/bigganchinta

  • বিজ্ঞানচিন্তা গ্রুপ: facebook.com/groups/bigganchinta

  • বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ফেসবুক পেজ: facebook.com/BIGGAN.UTSOB

  • প্রথম আলো প্রিন্ট ভার্সন

  • প্রথম আলো অনলাইন: prothomalo.com