স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে আবারও সারা দেশে শুরু হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। এ উৎসব যৌথভাবে আয়োজন করছে দেশের সর্ববৃহৎ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও দেশের জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। কবে, কোথায় গিয়ে নিবন্ধন করতে হবে, তা শিগগিরিই জানানো হবে।
বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব আয়োজিত হবে সাতটি বিভাগীয় শহরে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেটে আয়োজিত হবে আঞ্চলিক উৎসব। উৎসবে স্কুলের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায়। প্রজেক্ট প্রদর্শনীতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নেবে। কুইজ প্রতিযোগিতায় রয়েছে দুটি ক্যাটাগরি। নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে অংশ নেবে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীরা, আর মাধ্যমিক ক্যাটাগরিতে ৯ম-১০ম শ্রেণি ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা।
প্রতিটি আঞ্চলিক পর্ব থেকে প্রজেক্টে ১০টি দল এবং কুইজের দুই ক্যাটাগরি মিলিয়ে ২০ জনকে জাতীয় পর্বের জন্য বাছাই করা হবে। কুইজে প্রত্যেকে এককভাবে অংশ নেবে। কিন্তু প্রজেক্টে সর্বোচ্চ তিন জন দল বানানো যাবে। চাইলে একজনও একটি দল বানাতে পারে।
এরপর সাতটি আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে রাজধানীর ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্ব। এই পর্বে বিজয়ীদের জন্য রয়েছে ল্যাপটপ, ট্যাব, ট্রফি, মেডেল, সার্টিফিকেট, বই, টি-শার্টসহ আরও আকর্ষণীয় পুরস্কার। এছাড়া আঞ্চলিক পর্বের বিজয়ীদের জন্য ট্রফি, মেডেল, সার্টিফিকেট, বই, টি-শার্টসহ আরও আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই। পাশাপাশি আগ্রহীদের জন্য প্রতিটি আয়োজনে থাকছে বিজ্ঞানবিষয়ক বইয়ের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা।
এর আগেও ২০১৯ ও ২০২২ সালে বিকাশ ও বিজ্ঞানচিন্তার যৌথ উদ্যোগে আয়োজিত হয় বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। এই উৎসব শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে এই উৎসব।
শিগগিরই বিজ্ঞান উৎসবের নিবন্ধন, অনুষ্ঠানে ভেন্যু ও সময়সূচী ঘোষণা করা হবে। সারা দেশের স্কুল শিক্ষার্থীরা বিভাগ অনুযায়ী আঞ্চলিক উৎসবে অংশ নিতে পারবে। উৎসবের সময়সূচী ও বিস্তারিত জানতে চোখ রাখুন বিজ্ঞানচিন্তা ডট কম, ফেসবুক পেজ, গ্রুপ, বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণ এবং দৈনিক প্রথম আলোতে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: 01708-168790.