আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণ জয়ের লক্ষে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ

৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ৯ জুলাই, বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি মোহাম্মদ কায়কোবাদ, ডাচ্‌-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এহতেশামুল হক খান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, গণিত অলিম্পিয়াডের সহসভাপতি অধ্যাপক আবদুল হাকিম খান, সদস্য অধ্যাপক উজ্জ্বল কুমার দেব এবং আজমত ইকবাল।

৬ সদস্যের এ দলের সঙ্গে থাকবেন একজন কোচ, একজন উপদলনেতা ও একজন পর্যবেক্ষক। আইএমও-এর ৬৬তম আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে। চলতি বছরের ১৪-১৯ জুলাই অনুষ্ঠেয় এ আসরে অংশ নেবে নির্বাচিত এই দল।

আরও পড়ুন

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য নির্বাচিত ছয় সদস্যের মধ্যে রয়েছে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মনামী জামান, চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিতেন্দ্র বড়ুয়া, ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী তাহসিন খান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এম জামিউল হোসেন এবং চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী।

এ ছাড়া এই দলের সঙ্গে কোচ হিসাবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার, উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং পর্যবেক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া।

এর আগে, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দলের সদস্য নির্বাচনের লক্ষ্যে আয়োজিত হয় গণিত উৎসব। সেখানে ১৮ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ হাজার ৫৯৬ শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনলাইনে বাছাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এ পর্বের বিজয়ীদের নিয়ে ১৫টি শহরে অনুষ্ঠিত হয় আঞ্চলিক গণিত উৎসব। এ পর্বের বিজয়ী ১ হাজার ২০০ শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় গণিত উৎসব। জাতীয় উৎসবে বিজয়ী নির্বাচন করা হয় ৮৫ জনকে। সেখান থেকে সেরা ৪১ জনকে নিয়ে প্রথমে জাতীয় গণিত ক্যাম্প আয়োজিত হয়। পরে জাতীয় গণিত ক্যাম্প, এশিয়া-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ও আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ছয় সদস্যের বাংলাদেশ নির্বাচন করে গণিত অলিম্পিয়াড কমিটি।

উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজন করে।

আরও পড়ুন