আয়োজিত হলো এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপের জাতীয় পর্ব। গত ৫ জুলাই, শনিবার রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) অফিসে সকাল ১০টায় এটি আয়োজিত হয়। এতে মোট ২৬টি দল অংশ নেয়। এখান থেকে নির্বাচিত দল এশীয় প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ওপেন চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক এই চ্যাম্পিয়নশিপ চারটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে তিনটি ক্যাটাগরিতে চারটি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে ২টি, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ১টি ও রোবোস্পোর্টস ক্যাটাগরিতে অংশ নেবে ১টি দল।
জাতীয় পর্বের প্রোগ্রামের শুরুতেই ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে শুরু হয় ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরির অনুশীলন পর্ব। বিকেল ৪ টায় রোবোস্পোর্টসের প্রতিযোগীদের প্রতিদ্বন্দ্বিতা হয়। যথাযথ মূল্যায়ন শেষে শিগগিরই এই পর্বের বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করা হবে।
আগামী ১৮-২১ সেপ্টেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বসবে এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপের আসর। বিশ্বের ৪৭টি দেশের ২৫০টি দলের শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ যৌথভাবে এই জাতীয় পর্ব আয়োজন করেছে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: WROBd.org/wa-ch