শুরু হচ্ছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় পর্যায়ের আয়োজন। ১৮-২০ জুন রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান কমপ্লেক্স ভবনে সকাল ১০টায় আয়োজিত হবে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এতে অংশ নেবে সারা দেশের অনেক শিক্ষার্থী, তরুণ বিজ্ঞানী, উদ্ভাবক ও উদ্যোক্তা। এবারের শ্লোগান ‘জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়’।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনিই বিজ্ঞান মেলার উদ্বোধন করবেন। তিন দিনের এই আয়োজনে সারা দেশ থেকে প্রায় ৭০০ প্রতিযোগী অংশ নেবে। এ সময় একই সঙ্গে অনুষ্ঠিত হবে ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আওতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতি বছর সারা দেশে তিন ধাপে বিজ্ঞান মেলার আয়োজন করে। প্রথম ধাপে দেশের সব উপজেলায় এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে পরে আয়োজিত হয় জেলা পর্যায়ের প্রতিযোগিতা। সেখান থেকে বিজয়ী শিক্ষার্থীরা এখন অংশ নেবে জাতীয় পর্যায়ের এ বিজ্ঞান মেলায়।