পোল্যান্ডে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশ দল

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের ৫ সদস্যের বাংলাদেশ দলছবি: বিডিওএএ
চলতি বছর আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের ১৬তম আসর অনুষ্ঠিত হবে। ১২-২০ আগস্ট বসবে এ আসর

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে অংশ পোল্যান্ডের খজভে যাচ্ছে ৫ সদস্যের বাংলাদেশ দল। চলতি বছর আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের ১৬তম আসর অনুষ্ঠিত হবে। ১২-২০ আগস্ট বসবে এ আসর।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের জন্য নির্বাচিত পাঁচ সদস্যের মধ্যে আছে রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. বায়োজিদ বোস্তামি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আদনান বিন আলমগীর, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী আদিবা আমীরা সিদ্দিকা, যুক্তরাজ্যের ইটন কলেজের শিক্ষার্থী অর্ণব দত্ত এবং আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী রিতম সরকার অয়ন। এ ছাড়াও দুজন দলনেতা অংশ নেবেন, যাঁর একজন হলেন ফাহিম রাজিত হোসাইন।

এর আগে, সারাদেশ থেকে শিক্ষার্থীদের বাছাই করার লক্ষ্যে আয়োজিত হয় বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হয় জাতীয় উৎসব। এ উৎসব গত ১০ মার্চ রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে আয়োজিত হয়। জাতীয় পর্ব ও জাতীয় ক্যাম্প থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়েই গঠিত হয়েছে এবারের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড দল। এ দলটিই পোল্যান্ডের খজভে অনুষ্ঠিতব্য ১৬তম আসরে অংশগ্রহণ করবে।

বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে আয়োজন করে বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড কমিটি। সহযোগিতায় ছিল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও আইইউবির অ্যাস্ট্রোনমি রিসার্চ গ্রুপ (ARGI)।

আরও পড়ুন