ভেনাস ফ্লাইট্রাপ মাংসাশী উদ্ভিদ। এ উদ্ভিদের চোয়ালের মতো পাপড়ি বা জোড়া পাতা আছে। আসলে সেটাই পোকামাকড় ধরার ফাঁদ। সেই ফাঁদ দেখতে ঝুলন্ত পাতার মতো। এরা পাতার লাল আবরণ দিয়ে একটি বিশেষ ধরনের সুগন্ধি ছড়ায়। তখন চোয়ালের ভেতর আঠালো জেলির মতো একধরনের তরল পদার্থ বের হয়। শিকারের জন্য চোয়াল খোলা রাখে ভেনাস ফ্লাইট্রাপ। সুগন্ধের টানে কোনো কীটপতঙ্গ বা মাকড়সা এসে সেই ফাঁদের ভেতর বসলেই হলো। ব্যস, ভেনাস ফ্লাইট্রাপ চোয়াল আটকে দেয়। পোকামাকড়েরা শত চেষ্টা করেও সেই আঠালো তরল আর চোয়ালের ফাঁদ থেকে মুক্ত হতে পারে না। এরপর ধীরে ধীরে পরিপাক রস এসে শিকারকে হজম করে।
এই উদ্ভিদ আকারে ৩০ সেন্টিমিটার বা ১২ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। অনুর্বর বেলে-পাথুরে মাটিতে জন্মায় ভেনাস ফ্লাইট্রাপ। এরা মূলত যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা এবং দক্ষিণ ক্যারোলিনায় বাস করে। অন্য উদ্ভিদের মতো ভেনাস ফ্লাইট্রাপও সূর্যের আলো থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। কিন্তু অনুর্বর মাটি ও বিরুদ্ধ পরিবেশে টিকে থাকার জন্য এদের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। তাই পোকামাকড় শিকার করে। মে-জুন মাসে সাদা রঙের ফুল ফোটে। এর ছোট কালো বীজগুলো পানি ও পাখির মাধ্যমে এদের বীজ দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে। উপযুক্ত পরিবেশে ৩০ বছর পর্যন্ত বাঁচতে পারে। মধুপায়ী পাখি, শক্ত দাঁতের ও জাবপোকার মতো অতিক্ষুদ্র কীটপতঙ্গ এদের শত্রু। ক্ষতিকর বৈশিষ্ট্যের কারণে এই উদ্ভিদ সংরক্ষণ করাটা ঝুঁকিপূর্ণ। কারণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে জীববৈচিত্র্য হুমকিতে পড়তে পারে।
সূত্র: বিবিসি ফোকাস