বিজ্ঞান প্রজেক্ট নিয়ে সংখ্যা করো

বিজ্ঞান আসলেই মজার জিনিস। এই যে আমাদের চারপাশে নানা ঘটনা ঘটে, সবকিছুর পেছনে কিন্তু বিজ্ঞান কাজ করে। যখন কোনো ঘটনার পেছনে আমরা বিজ্ঞানের ব্যাখ্যা পাই, তখন আমাদের কাছে খুব আনন্দ লাগে। বিজ্ঞানচিন্তা তেমনই বিজ্ঞানের আনন্দ নিয়ে এসেছে আমার জীবনে। আমি বিজ্ঞানচিন্তা পড়া শুরু করি ২০১৮ সালে। প্রথম সংখ্যা থেকেই বিজ্ঞানচিন্তা পড়ে আমার অনেক ভালো লাগে। তার পর থেকে প্রতি মাসেই বিজ্ঞানচিন্তা পড়া শুরু করি। বিজ্ঞানচিন্তা পড়তে পড়তে মনে হয়, যেন হারিয়ে যাই বিজ্ঞানের রাজ্যে। এত সুন্দর করে গুছিয়ে প্রতিটি লেখা এবং তথ্যবহুল ম্যাগাজিন আমার কাছে এখন ভালোবাসার নাম। বিজ্ঞানচিন্তা পড়ার মাধ্যমে আমি বিজ্ঞানভীতি দূর করি। তাই বিজ্ঞানচিন্তাকে বলো বিজ্ঞান প্রজেক্ট নিয়ে একটি সংখ্যা বের করতে। আর এভাবে ছুঁয়ে যাক কোটি হৃদয়ে বিজ্ঞানচিন্তার বিজ্ঞানের আলো।

আল মামুন, একাদশ শ্রেণি, কালীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর

আরও পড়ুন