লটারির মাধ্যমে ‘বুদ্ধির ব্যায়ামে’ ৫ বিজয়ী ঘোষণা

বাঁ থেকে বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার, শিশুসাহিত্যিক দন্ত্যস রওশন, প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশনের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা, ছড়াকার আখতার হুসেন, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক এবং বিজ্ঞানচিন্তার সহসম্পাদক উচ্ছ্বাস তৌসিফআব্দুল ইলা

লটারির করে নির্বাচন করা হল বিজ্ঞানচিন্তা আয়োজিত ‘বুদ্ধির ব্যায়াম’-এর বিজয়ী। ১৪ মে, রোববার বিজ্ঞানচিন্তা কার্যালয়ে এ লটারির আয়োজন করা হয়। এর মাধ্যমে পাঁচজন বিজয়ী নির্বাচন করেন অতিথিরা। বিজয়ীরা হলেন চট্টগ্রামের খাদিজা আক্তার, ঢাকার স্পন্দন ঘোষ ও শ্রাবন্তী সাহা, পাবনার তানভীর হোসেন এবং সুনামগঞ্জের নাজমুল হুদা। বিজয়ীদের ঠিকানায় শিগগিরই পুরস্কার পৌঁছে দেওয়া হবে।  

বিজয়ী নির্ধারণী লটারির সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, ছড়াকার আখতার হুসেন, শিশুসাহিত্যিক দন্ত্যস রওশন, প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশনের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা, প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশনের জেষ্ঠ্য ব্যবস্থাপক আল মামুন ও সহকারী ব্যবস্থাপক শাহ্‌পরাণ তুষার, কিশোর আলোর সহযোগী সম্পাদক পাভেল মহিতুল আলম ও আদনান মুকিত, ম্যাগাজিন সমন্বয়ক মোহাম্মদ ওয়াইসি, বিজ্ঞানচিন্তার সহসম্পাদক উচ্ছ্বাস তৌসিফ ও বিজ্ঞানচিন্তার সম্পাদনা দলের সদস্য কাজী আকাশ।

আরও পড়ুন

এর আগে, গত ৯ মে, মঙ্গলবার বিজ্ঞানচিন্তার ওয়েবসাইটে ‘বুদ্ধির ব্যায়াম: কেক পছন্দ করেন কে?’ নামে একটি ধাঁধা প্রকাশ করা হয়। ধাঁধার উত্তর পাঠাতে বলা হয় বিজ্ঞানচিন্তার ই-মেইলে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে পাঁচজনকে পুরস্কার হিসেবে বিজ্ঞানবিষয়ক বই ও এ মাসের বিজ্ঞানচিন্তার নতুন সংখ্যা দেওয়া হবে।

ধাঁধা প্রকাশের পর পাঠকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। তারা ইমেইলের মাধ্যমে সমস্যাটির উত্তর পাঠাতে থাকেন। এর মধ্যে সঠিক উত্তর দিয়েছেন শতাধিক পাঠক। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে।