ওয়ার্ল্ড সায়েন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশনে স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশের ‘সিস্টেম এরর’ নামে একটি দল। পাশাপাশি তারা একটি বিশেষ পুরস্কারও পেয়েছে। ১৯-২২ মে, ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। চলতি বছর ১৪টি দেশের মোট ২৯৩টি দল এতে অংশ নেয়। এর মধ্যে অনলাইনে অংশ নেয় ২৩৪টি দল, আর বাকি ৫৯টি দল অংশ নেয় সরাসরি।
‘এনভায়রনমেন্ট’ বিভাগে স্বর্ণপদক পেয়েছে সিস্টেম এরর। আর বিশেষ পুরস্কার পেয়েছে টেকসই উদ্ভাবনের জন্য। এই দলে ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মো. তানজির আরাফাত ও নূর হোসেন, রাজধানীর বিএএফ শাহীন কলেজের মোহাম্মদ মেহরান ইসলাম এবং সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শাহরিয়ার প্রত্যয়।
তাঁদের প্রজেক্টের নাম ছিল ‘গ্রিন রোভার’। রোভারটি স্বয়ংক্রিভাবে বর্জ্য ব্যবস্থাপনা বট হিসেবে কাজ করতে পারবে। এতে রয়েছে আইআর এবং আল্ট্রাসনিক সেন্সর। এগুলো ব্যবহার করে রোভারটি স্মার্ট বিন শনাক্ত করতে পারে। ময়লার এ বিন থেকে সার্ভো মোটর নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় বর্জ্য সংগ্রহ করবে রোভারটি। এগুলো থেকে পুনর্ব্যবহারযোগ্য এবং অ-পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য বাছাই করবে এটি। পাশাপাশি বাতাসের মান পরিমাপ করে ধুলো কমাতে পানি স্প্রে করবে। এ ছাড়াও তাপমাত্রা ও আর্দ্রতা লাইভ দেখা যাবে এলসিডি স্ক্রিনে।
টিম ‘সিস্টেম এরর’-এর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা এটি। এই অর্জন সম্পর্কে টিম লিডার তানজির আরাফাত বলেন, ‘প্রথমবার অংশ নিয়ে এমন অর্জন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’