বাংলাদেশে আয়োজিত হলো ডেটা সায়েন্স, এআই ও অ্যাপবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অতিথিরাসংগৃহীত

নানা আয়োজনে শেষ হলো ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ‘আইসিডিএসএআইএ ২০২৫’। গত ১৮ ও ১৯ জুন, গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটিতে অবস্থিত ইএটিএল ইনোভেশন হাবে অনুষ্ঠিত হয় এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠান।

দুই দিনের এই অনুষ্ঠানের শেষ দিনে দেশ-বিদেশের অনেক গবেষক, বিশেষজ্ঞ ও শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়াজ আহমদ খান।

সম্মেলনে কি-নোট ভাষণ, গবেষণাপত্র উপস্থাপন, কর্মশালা, প্যানেল আলোচনা এবং পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। সম্মেলনে মূল বক্তৃতার পাশাপাশি নানা গবেষণাপত্র দেখানো হয়। এ ছাড়াও কর্মশালা, প্যানেল আলোচনা এবং পোস্টারও প্রদর্শন করা হয়। সম্মেলনের প্রথম দিন কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে একটি কর্মশালা আয়োজিত হয়। এতে বক্তৃতা দেন স্যালফোর্ড ইউনিভার্সিটির গবেষক শিবকুমার পালাইয়ানাকোটে।

আরও পড়ুন
সম্মেলনে কি-নোট ভাষণ, গবেষণাপত্র উপস্থাপন, কর্মশালা, প্যানেল আলোচনা এবং পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের গবেষকদের গবেষণাপত্র নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে টেকনিক্যাল প্রোগ্রাম কমিটিতে ২১৮টি গবেষণাপত্র জমা পড়ে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে গৃহীত গবেষণাপত্রগুলো স্প্রিঙ্গার কমিউনিকেশনস ইন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স জার্নালে প্রকাশিত হবে। এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের গবেষকদের গবেষণাপত্র নিয়ে আলোচনা করা হয়।

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটিতে হবে ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন
সংগৃহীত

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ইএটিএল ইনোভেশন হাব এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্যালফোর্ড। ইএটিএলের ম্যানেজিং ডিরেক্টর এম এ মুবিন খান জানান, দেশের সবাইকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিজ্ঞানী ও গবেষকদের ডেটা ও এআই নিয়ে নতুন সব কাজ ও গবেষণার ফলাফল জানানোই ছিল এই সম্মেলনের লক্ষ্য। ফলে বাংলাদেশের পেশাজীবী, শিক্ষক ও শিক্ষার্থীরা বিদেশি গবেষকদের সঙ্গে নিজেদের আইডিয়া শেয়ার করার দারুণ এক সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন