প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড, শুরু হয়েছে নিবন্ধন

দেশে প্রথমবারের মতো প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও)। প্রাথমিকের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান বিষয়ে আগ্রহী ও মনোযোগী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই অলিম্পিয়াডের মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্য প্রতিটি বিষয়ে ৬ জন করে বাছাই করা হবে। অর্থাৎ গণিত বিষয়ে ৬ জন এবং বিজ্ঞান বিষয়ে ৬ জন বাছাই করা হবে। তারা অংশ নেবে ২২তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে। এই আন্তর্জাতিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ৪-১০ অক্টোবর, মালয়েশিয়ার কেদাহ প্রদেশে।

আরও পড়ুন

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অবশ্যই চলতি বছর ১ জুলাই পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত হতে হবে। জন্মতারিখ হতে হবে ৬ অক্টোবর, ২০১২ অথবা তার পরে।

এই অলিম্পিয়াডের জাতীয় পর্বের নিবন্ধন শুরু হয়েছে ১২ জুলাই। চলবে ৩১ জুলাই পর্যন্ত। অলিম্পিয়াডের জাতীয় পর্ব আয়োজিত হবে ৯ আগস্ট, ঢাকায়।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এই অলিম্পিয়াড। বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে ভিজিট করুন: bdmso.org

আরও পড়ুন