আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের তিন ব্রোঞ্জ ও ৩টি সম্মানজনক স্বীকৃতি

৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দল

৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে তিনটি ব্রোঞ্জ পদক ও তিনটি সম্মানজনক স্বীকৃতি পেল বাংলাদেশ। ব্রোঞ্জ পদকজয়ীরা হলেন চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের জিতেন্দ্র বড়ুয়া (২৪ নম্বর), আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জাওয়াদ হামীম চৌধুরী (২২ নম্বর) ও ময়মনসিংহ জিলা স্কুলের তাহসিন খান (২১ নম্বর)। এছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের এম জামিউল হোসেন (১৮ নম্বর), ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান (১৫ নম্বর), চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিক (১৩ নম্বর)।

এই দলের সঙ্গে কোচ হিসাবে ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার, উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং পর্যবেক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া।

এবারের আসরে যারা ৪২ নম্বরের মধ্যে ৩৫ নম্বরের বেশি পেয়েছে তাঁরা স্বর্ণপদক, ২৮ নম্বরের বেশি রৌপ্যপদক ও ১৯ নম্বরের বেশি ব্রোঞ্জপদক।

আরও পড়ুন
এশিয়া-প্যাসিফিক ম্যাথমেটিকেল অলিম্পিয়াড এবং আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার ছয় সদস্যের বাংলাদেশ দল সুপারিশ করেন।

চলতি বছর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সানসাইন কোস্ট কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৬৬তম আসর বসে। ১৪ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় এবারের আসরের। শেষ হয় ১৯ জুলাই।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের তিন ব্রোঞ্জ জয়ী ও দলের কোচ মাহবুব মজুমদার

এবারে ২১তম বারের মতো আইএমওতে অংশ নিল বাংলাদেশ। গত ২০ বছরে বাংলাদেশের শিক্ষার্থীরা জিতেছে ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ৪০টি ব্রোঞ্জসহ মোট ৪৭টি সম্মাননা স্বীকৃতি।

এর আগে, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দলের সদস্য নির্বাচনের লক্ষ্যে আয়োজিত হয় গণিত উৎসব। সেখানে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনলাইনে বাছাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এ পর্বের বিজয়ীদের নিয়ে ১৫টি শহরে অনুষ্ঠিত হয় আঞ্চলিক গণিত উৎসব। সেখান থেকে বিজয়ী ১ হাজার ২০০ শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় গণিত উৎসব। জাতীয় উৎসবে বিজয়ী নির্বাচন করা হয় ৮৫ জনকে। এরপর সেরা ৪১ জনকে নিয়ে প্রথমে জাতীয় গণিত ক্যাম্প আয়োজিত হয়।

আরও পড়ুন
২১তম বারের মতো আইএমওতে অংশ নিল বাংলাদেশ। গত ২০ বছরে বাংলাদেশের শিক্ষার্থীরা জিতেছে ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ৪০টি ব্রোঞ্জসহ মোট ৪৭টি সম্মাননা স্বীকৃতি
মঞ্চে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দল

পরে জাতীয় গণিত ক্যাম্প, এশিয়া-প্যাসিফিক ম্যাথমেটিকেল অলিম্পিয়াড এবং আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার ছয় সদস্যের বাংলাদেশ দল সুপারিশ করেন। সুপারিশ অনুযায়ী ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের ছয় সদস্য নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় দেশে গণিত অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

আরও পড়ুন