ব্লু সুপারমুনের সেরা ১০ ছবি

গত ২০ আগস্ট বাংলাদেশ থেকে দেখা গেছে ব্লু সুপারমুন। তবে খারাপ আবহাওয়ার কারণে দেশের সব অঞ্চল থেকে এই বিশেষ চাঁদ দেখা যায়নি। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই দেখা গেছে এই চাঁদ। বিশ্বের নানা দেশের ফটোগ্রাফাররা এর ছবি তুলেছেন। তাঁদের তোলা সেরা ১০টি ছবি দেখে নিন।

১ / ১০

ব্লু সুপারমুন যেন উদয় হয়েছে ভ্যাটিকান সিটির এই গম্বুজের পাশে। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে ছবিটি তুলেছেন ফটোগ্রাফার তিজিয়ানা ফাবি।

২ / ১০

ব্লু সুপারমুনের পাশ দিয়ে উড়ে যাচ্ছে একটি বিমান। দেখে মনে হচ্ছে, চাঁদে পৌঁছে যাবে প্লেনটি। ডেনমার্কের কোপেনহেগেনের কাস্টলেট থেকে ছবিটি তুলেছেন টমাস ট্রাসডাল।

৩ / ১০

ডেনমার্কের আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, চাঁদ যেন কোপেনহেগেনের শহরের ওপর অবস্থান নিয়েছে। ডেনমার্কের কোঙ্গোকাজেন থেকে এই ছবিটিও তুলেছেন টমাস ট্রাসডাল।

আরও পড়ুন
৪ / ১০

এ ছবিটি তোলা হয়েছে চীন থেকে। চীনের আনহুইয়ের ছিংইয়াং কাউন্টির জিউহুয়া পর্বতের ঢালে অবস্থিত বৌদ্ধ মন্দিরের ওপরে চাঁদ যেন মুকুট হয়ে আছে।

৫ / ১০

ফটোগ্রাফার জে ডেভিড একি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ছবিটি তুলেছেন। আর্লিংটন ইউএস এয়ার ফোর্স মেমোরিয়াল স্পায়ারগুলোর ওপরে দেখা যাচ্ছে উজ্জ্বল চাঁদ।

আরও পড়ুন
৬ / ১০

চাঁদ যেন আকাশ থেকে মাটিতে নামছে। এমন দৃশ্যটি চীনের সিচুয়ান প্রদেশের চেংদুতে লংকুয়ান থেকে তুলেছেন ইয়াং কিতিয়ান।

৭ / ১০

ফটোগ্রাফার আহমেত ওকাতালি ছবিটি তুলেছেন তুরস্কের ইস্তাম্বুল থেকে। ইস্তাম্বুলের সুলেমানিয়া মসজিদের পেছনে চাঁদটি যেন ধীরে ধীরে আরও বড় হচ্ছে।

আরও পড়ুন
৮ / ১০

স্ট্যাচু অব লিবার্টি চাঁদ ছুঁয়ে ফেলেছে। খালি চোখে তেমনটাই মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে এই আইকনিক ছবিটি তুলেছেন গ্যারি হার্শর্ন।

৯ / ১০

ছবিটি ইতালির রোমের। কলোসিয়াম খিলানের মধ্যে সাদা পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে। রিকার্ডো ডি লুকা এই সুন্দর ছবিটি তুলেছেন।

আরও পড়ুন
১০ / ১০

চাঁদের আলো পড়েছে সুইডেনের স্টকহোমের এক নদীতে। নদী বেয়ে সেই আলো ছুঁয়ে ফেলেছে অন্য পাড়ের দুজন মানুষকে। জোনাথন ন্যাকস্ট্র্যান্ড ছবিটি তুলেছেন।

সূত্র: স্পেস ডট কম 

আরও পড়ুন