বিজ্ঞানচিন্তার ঘ্রাণ আমি মন ভরে টেনে নিই

বিজ্ঞানচিন্তার বর্ষপূর্তি উপলক্ষ্যে পাঠকের অনুভূতি, মতামত বা অভিজ্ঞতা লিখে পাঠাতে বলেছিলাম আমরা। অনেক পাঠক লেখা পাঠিয়েছেন, জানিয়েছেন মতামত। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। এসব লেখা থেকে বাছাইকৃত সেরা তিনটি লেখা প্রকাশিত হয়েছে বিজ্ঞানচিন্তার অক্টোবর ২০২৩ সংখ্যায়। এ ছাড়াও আরও সাতটি, অর্থাৎ সেরা ১০টি লেখা ধারাবাহিকভাবে প্রকাশিত হবে বিজ্ঞানচিন্তা অনলাইনে।

তৃতীয় সেরা লেখাটি আজ প্রকাশিত হলো।

বিজ্ঞানচিন্তার ঘ্রাণটা আমি মনভরে নিজের ভেতরে টেনে নিই। এই ঘ্রাণই তো সেই প্রথম দিন থেকে আমাকে মোহিত করে রেখেছে!

২০২১ সালের ডিসেম্বরের মাঝামাঝি। লোডশেডিংয়ের এক সন্ধ্যা, আমার এখনো স্পষ্ট মনে আছে, অনেক সাধনার পর বিজ্ঞানচিন্তা হাতে পেয়ে পড়তে বসেছিলাম, স্কুলের পাঠ্যবই জোর করে এক পাশে সরিয়ে রেখেছিলাম সেদিন। আম্মুর বকুনি শুনেও সেদিন মন খারাপ হয়নি। কারণ, বিজ্ঞানচিন্তা সেদিন আমাকে নিয়ে গিয়েছিল বিজ্ঞানের অন্য এক ভুবনে, শিখিয়ে দিয়েছিল বিজ্ঞানের আসল উদ্দেশ্যটা! সেদিনই আমি প্রথম বুঝতে পেরেছিলাম, বিজ্ঞানের আসল আনন্দটা কোথায়।

হ্যাঁ, সেদিন থেকেই আমি বিজ্ঞানচিন্তার একনিষ্ঠ পাঠক-ভক্ত। শত ব্যস্ততার মধ্যেও ভুলে যাই না কখনো আমার প্রিয় বিজ্ঞানচিন্তাকে।

এইচএসসিতে ওঠার পর থেকে আমাদের ক্লাসে আমি মানে বিজ্ঞানচিন্তা আর বিজ্ঞানচিন্তা মানেই আমি। প্রতি মাসে বিজ্ঞানচিন্তা হাতে পাওয়ার পরই ক্লাসে নিয়ে যাই বিজ্ঞানচিন্তাকে। বিজ্ঞানচিন্তাকে তখন অনেকটা সময় দিতে হয় আমার বন্ধুদের পেছনে। অবশেষে কাহিল হয়ে অনেকের প্রশংসা কুড়িয়ে ফিরে আসে বিজ্ঞানচিন্তা আবার আমার কাছে।

বিজ্ঞানচিন্তার সাত বছর পূর্তি উপলক্ষে বিজ্ঞানচিন্তাকে জানাই শুভেচ্ছা। বিজ্ঞানচিন্তা, তুমি প্রতি মাসে যেমন বিজ্ঞানের নতুন নতুন পসরা সাজিয়ে, ভয়েজার, আইএসএস, পিরামিড, সাগরতলের রহস্য, মহাকাশ, বাঙালি বিজ্ঞানীদের কীর্তি, প্রাকৃতিক দুর্যোগ, কল্পবিজ্ঞান ইত্যাদি বিষয়ে সংখ্যা করে আমাদের কৌতূহল মেটাও, জ্ঞানের তৃষ্ণা মেটাও, তেমনই চালিয়ে যাও।

প্রতি মাসে বিজ্ঞানচিন্তা পড়ার আগে আমি আরও দুটি কাজ করি—এক, প্রথমেই প্রতিটি পৃষ্ঠা উল্টেপাল্টে দেখি কী দিয়ে সেজেছে এবার বিজ্ঞানচিন্তা; আর দুই, বিজ্ঞানচিন্তার ঘ্রাণটা আমি মনভরে নিজের ভেতরে টেনে নিই। এই ঘ্রাণই তো সেই প্রথম দিন থেকে আমাকে মোহিত করে রেখেছে!

সর্বশেষ বিজ্ঞানচিন্তার সাত বছর পূর্তি উপলক্ষে বিজ্ঞানচিন্তাকে জানাই শুভেচ্ছা। বিজ্ঞানচিন্তা, তুমি প্রতি মাসে যেমন বিজ্ঞানের নতুন নতুন পসরা সাজিয়ে, ভয়েজার, আইএসএস, পিরামিড, সাগরতলের রহস্য, মহাকাশ, বাঙালি বিজ্ঞানীদের কীর্তি, প্রাকৃতিক দুর্যোগ, কল্পবিজ্ঞান ইত্যাদি বিষয়ে সংখ্যা করে আমাদের কৌতূহল মেটাও, জ্ঞানের তৃষ্ণা মেটাও, তেমনই চালিয়ে যাও। মনে রেখো, আমরা পাঠকেরা তোমার পাশে আছি সব সময়, সবখানে একমাত্র তোমার অনুপ্রেরণা হয়ে! [Happy Orbit Of The Sun To You, Bigganchinta!]

জিয়াদ হোসেন, দ্বাদশ শ্রেণি, খুলনা পাবলিক কলেজ, খুলনা

আরও পড়ুন