সাদা কাপড় থেকে সবচেয়ে বেশি আলো প্রতিফলিত হয়। এর আরেক অর্থ, সাদা কাপড় সবচেয়ে কম আলো শোষণ করে। এজন্যই রোদের মধ্যে অন্য রঙের কাপড়ের চেয়ে সাদা রঙের পোশাক কম উত্তপ্ত হয়।
গ্রীষ্ম পেরিয়ে বর্ষা শেষ হয়েছে। কিন্তু সূর্যের চোখ রাঙানি কমেনি। দিনের বেলা প্রখর রোদে বের হওয়া দায়। তীব্র রোদে স্বস্তি পেতে অনেকেই সাদা রঙের পোশাক পরার পরামর্শ দেন। কিন্তু রং কি আসলেই এসব ক্ষেত্রে কাজ করে?
শুনতে কিছুটা খাপছাড়া মনে হলেও তাপ নিয়ন্ত্রণে পোশাকের রঙের সামান্য ভূমিকা আছে। বিশেষ করে আলোকিত পরিবেশে রঙের কারণে তাপমাত্রা কমে-বাড়ে—এ কথা আসলেই সত্য।
কোনো কিছুর ওপরে আলো এসে পড়লে বেশ কিছু ঘটনা ঘটে। কিছু আলো প্রতিফলিত হয়, অর্থাৎ বস্তুর গায়ে লেগে আবার উল্টো পথে চলা শুরু করে। কিছু আলো বস্তুর অণু-পরমাণুর ফাঁক গলে খানিকটা বেঁকে ওপাশে বেরিয়ে যায়, অর্থাৎ প্রতিসরণ ঘটে। আর কিছুটা আলো বস্তুতে শোষিত হয়। আলোর কণা ফোটন যেহেতু কিছুটা শক্তি বহন করে, তাই বস্তু আলো শোষণ করলে এর তাপমাত্রা বেড়ে যায়। যত বেশি আলো শোষণ করবে, তত তাপ বাড়বে। সহজ হিসাব।
কোনো বস্তু (অণু-পরমাণু) থেকে কী পরিমাণ আলো প্রতিফলিত হচ্ছে, তার ওপর নির্ভর করে তার উজ্জ্বলতা। আর বস্তু থেকে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রতিফলিত হচ্ছে, সেটা হলো বস্তু রঙ। সব রঙের আলো মিশ্রিত হলে তৈরি হয় সাদা রং। অন্য যেকোনো রঙের চেয়ে এ রঙের উজ্জ্বলতাও অনেক বেশি।
রঙের দিকে নজর কেবল তখনই দিতে পারেন, যখন পোশাকটি এমনিতে আপনার কাছে আরামদায়ক হবে। আর কৃত্রিম সুতোয় বোনা পোশাকের চেয়ে প্রাকৃতিক সুতোর পোশাক অপেক্ষাকৃত কম তাপ ধরে রাখে।
অর্থাৎ সাদা কাপড় থেকে সবচেয়ে বেশি আলো প্রতিফলিত হয়। এর আরেক অর্থ, সাদা কাপড় সবচেয়ে কম আলো শোষণ করে। এজন্যই রোদের মধ্যে অন্য রঙের কাপড়ের চেয়ে সাদা রঙের পোশাক কম উত্তপ্ত হয়।
এ পর্যন্ত সব ঠিকই আছে। সমস্যা হলো, কেবল রংই শেষ কথা নয়। আপনি কী ধরনের কাপড় পরছেন, পোশাকটা কেমন—এটাও তাপমাত্রা নিয়ন্ত্রণের একটা বড় বিষয়। সাদা রঙের আঁটোসাঁটো পোষাক পরলে রোদের মধ্যে তা আপনার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেবে। রং তখন সুবিধা দিতে পারবে না। তা ছাড়া স্বস্তিও পাবেন না। আবার কৃত্রিম সুতোয় বোনা কাপড়ের জন্যও একই কথা প্রযোজ্য। তাই রঙের দিকে নজর কেবল তখনই দিতে পারেন, যখন পোশাকটি এমনিতে আপনার কাছে আরামদায়ক হবে। আর কৃত্রিম সুতোয় বোনা পোশাকের চেয়ে প্রাকৃতিক সুতোর পোশাক অপেক্ষাকৃত কম তাপ ধরে রাখে। এসব দিক ঠিক করে সাদা পোশাক পরলে আশা করা যায় গরম কিছুটা কম লাগবে। বিজ্ঞান অন্তত সে কথাই বলে।
লেখক: শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা
সূত্র: সায়েন্স ফোকাস