ভুলোমন বিজ্ঞানী

বিজ্ঞানীরা ভুলোমন হবেন, এমনটাই যেন স্বাভাবিক। কিন্তু ঠিক কতটা ভুলোমন? বরং কয়েকটা ঘটনা শেয়ার করা যাক। সেই গল্প তো আমরা সবাই জানি, সেই যে এক জুওলজির বিজ্ঞানী, যিনি একজন প্রফেসরও বটে। তিনি একদিন ক্লাসে গিয়ে বললেন:

—আজ আমি তোমাদের ব্যাঙের ডিএনএ পড়াব। ব্যাঙের ডিএনএর একটা বিশেষত্ব আছে। আমার হাতে দেখতে পাচ্ছ একটা ব্যাঙ...

—স্যার, ওটা তো ব্যাঙ না, একটা আলুর চপ। এক ছাত্র হাত তুলে বলল।

—অ্যাঁ, আলুর চপ? তাহলে সকালে নাশতা করলাম কী দিয়ে?

এ তো গেল জুওলজির বিজ্ঞানীর গল্প, এবার ফিজিকসের এক বিজ্ঞানীর ভুলোমনের গল্প শোনা যাক। এই বিজ্ঞানী পৃথিবীর মাধ্যাকর্ষণকে অন্যভাবে কাজে লাগিয়ে একটি বিমান তৈরি করেছেন। এই বিমানকে উড়তে হয় না। এই বিমান হেলিকপ্টারের মতো ওপরে উঠে যায়। পৃথিবী তার অক্ষের ওপর ঘুরে বিমানের গন্তব্য যখন ঠিক নিচে চলে আসে, তখন প্লেন নেমে আসে। তো এই বিশেষ প্লেনের টেস্ট রানের দিন তিনি ছয়জনকে আমন্ত্রণ জানালেন তাঁর সহযাত্রী হতে। এর মধ্যে বিজ্ঞানী আছেন, সাংবাদিকও আছেন। যথা সময়ে হেলিকপ্টারের মতো ওপরে উঠতে লাগল এই বিশেষ প্লেন। প্লেন চালাচ্ছেন বিজ্ঞানী নিজেই।

আরও পড়ুন
সব বিজ্ঞানীই যে ভুলোমন, এটা আবার ঠিক নয়। যেমন আইনস্টাইনের কথাই ধরা যাক। এ গল্পও বোধ হয় সবার জানা। তিনি বাসে উঠেছেন কোনো সেমিনারে বক্তৃতা করতে যাবেন বলে। একপর্যায়ে টিকিট চেকার টিকিট চাইলে তিনি দিতে পারলেন না।

কিছুক্ষণ ওড়ার পর বিজ্ঞানী বললেন, ‘একটু সমস্যা হয়েছে...ম্যালফাংশন বলতে পারেন। আমরা নিচে নামছি, মানে ল্যান্ড করব, কিন্তু ল্যান্ড করতে হচ্ছে গভীর সমুদ্রে।’

—কী বলেন? সবাই আর্তনাদ করে উঠল। বিজ্ঞানী দুঃখিত স্বরে বললেন, ‘আসলে ভুলটা আমারই হয়েছে। প্লেন স্টার্ট করার আগে একটা সফটওয়্যার চেক করতে ভুলে গেছি...ওটাতেই সমস্যা; আমাকে ক্ষমা করবেন। তবে যাঁরা সাঁতার জানেন, তাঁরা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করতে পারেন। আর যাঁরা সাঁতার জানেন না, তাঁরা...তাঁদেরকে অভিনন্দন আমার এই বিশেষ প্লেনে আমার সঙ্গী হওয়ার জন্য...!’

তবে সব বিজ্ঞানীই যে ভুলোমন, এটা আবার ঠিক নয়। যেমন আইনস্টাইনের কথাই ধরা যাক। এ গল্পও বোধ হয় সবার জানা। তিনি বাসে উঠেছেন কোনো সেমিনারে বক্তৃতা করতে যাবেন বলে। একপর্যায়ে টিকিট চেকার টিকিট চাইলে তিনি দিতে পারলেন না। টিকিট চেকার হাসিমুখে বলল, ‘স্যার, সমস্যা নেই, আমরা আপনাকে চিনি। আপনি বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন। আপনার টিকিট না হলেও চলবে। হয়তো ভুল করে টিকিট বাসায় রেখে চলে এসেছেন। এই ভুল হতেই পারে।’

—কখনোই না। আইনস্টাইন প্রতিবাদ করলেন, ‘তুমি ভাবছ ভুল করে টিকিট বাসায় রেখে এসেছি? এতটা ভুলোমন আমি নই। আসলে ওভারকোটের ঠিক কোন পকেটে টিকিটটা রেখেছি, সেটা মনে করতে পারছি না।’

লেখক: রম্য লেখক ও কার্টুনিস্ট; সম্পাদক, উন্মাদ

*লেখাটি ২০২৪ সালে বিজ্ঞানচিন্তার এপ্রিল সংখ্যায় প্রকাশিত

আরও পড়ুন