গুগল ওয়ালেট ও গুগল পে কী, কীভাবে কাজ করে, যা জানা দরকার

গুগল ওয়ালেট মূলত আপনার প্লাস্টিক কার্ডের ডিজিটাল ভার্সন

বাংলাদেশে চালু হলো গুগল ওয়ালেট। গত ২৪ জুন, মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত হয় এর উদ্বোধনী অনুষ্ঠান। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করে। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাঁদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে লেনদেন করতে পারবেন। এতে  গ্রাহক লেনদেনের সময় পেমেন্ট করতে পারবেন আরও দ্রুত, নিরাপদে, স্পর্শহীনভাবে। পস (POS) মেশিনে মোবাইল স্পর্শ করলেই হয়ে যাবে পেমেন্ট। লাগবে না কোনো কার্ড।

বলা হচ্ছে, গুগল ওয়ালেট অত্যন্ত নিরাপদ। আসলেই কি তাই? এ ছাড়াও আরও কিছু প্রশ্ন আসতে পারে। যেমন কীভাবে ব্যবহার করবেন গুগল ওয়ালেট? গুগল পে আর গুগল ওয়ালেট কি এক জিনিস? এই সব প্রশ্নের উত্তর থাকছে এ লেখায়।

আরও পড়ুন

যেভাবে ব্যবহার করবেন

সিটি ব্যাংক পিএলসি জানিয়েছে, তাদের গ্রাহকদের যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘গুগল পে’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেই ফোনে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি থাকতে হবে। সাধারণত বেশির ভাগ স্মার্টফোনে এই প্রযুক্তি থাকে। কিন্তু অনেকে হয়তো গুগল প্লে স্টোরে ‘গুগল পে’ লিখে সার্চ করে একটু থমকে যেতে পারেন। কারণ, প্লে স্টোরে ‘গুগল পে’ নামে কোনো অ্যাপ পাওয়া যাবে না (বাংলাদেশ থেকে)। পাবেন গুগল ওয়ালেট। সরল করে দুটোকে এক বলেন অনেকে।

গুগল পে সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই অনুষ্ঠান হয়।
ছবি: প্রথম আলো

সম্ভবত গুগল পের পরিচিতির জন্যই বিজ্ঞাপনে গুগল ওয়ালেটের পরিবর্তে গুগল পে ব্যবহার করা হচ্ছে। দুটো পুরোপুরি এক নয়, আবার একেবারে আলাদাও নয়। এক কথায় বললে, বাংলাদেশে গুগল পের সেবাটি পাওয়া যাবে এই গুগল ওয়ালেটেই। এই গুগল ওয়ালেট মূলত আপনার প্লাস্টিক কার্ডের ডিজিটাল ভার্সন। অর্থাৎ আপনার দৈনন্দিন লেনদেন ও প্রয়োজনীয় কার্ডগুলোকে ডিজিটাল পদ্ধতিতে ব্যবহারের সহজ ও নিরাপদ মাধ্যম হলো গুগল ওয়ালেট। একে অনেকটা মানিব্যাগের ডিজিটাল ভার্সনও ভাবতে পারেন, যেখানে টাকা, ডেবিট ও ক্রেডিট কার্ড, সিনেমা বা খেলার টিকিট, বিমানের বোর্ডিং পাস, এমনকি কিছু ডিজিটাল আইডি বা চাবিও সুরক্ষিত রাখা যায়।

আর গুগল পে হলো একটা পেমেন্ট সিস্টেম। অর্থাৎ এই পেমেন্ট সিস্টেম ব্যবহার করেই গুগল ওয়ালেটে পেমেন্ট করা হয়।

গুগল ওয়ালেট ব্যবহারের জন্য প্রথমে এতে নিজেদের ব্যাংক কার্ড যুক্ত করতে হবে এবং ভেরিফাই করতে হবে। এরপর, আগে যা বললাম, পস মেশিনে মোবাইল ছোঁয়ালেই হবে (POS বা পয়েন্ট অব সেল)।

আরও পড়ুন

কতটা নিরাপদ, কীভাবে নিরাপত্তা দেয়

পস (POS) মেশিনে মোবাইল স্পর্শ করলেই হয়ে যাবে পেমেন্ট

গুগল ওয়ালেট বেশ নিরাপদ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। গুগল ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় বেশ কিছু উন্নত নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। কার্ডের তথ্য সুরক্ষিত রাখতে গুগল ওয়ালেট উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। এনক্রিপশন মানে, এ প্রক্রিয়ায় প্লেইন টেক্সট, অর্থাৎ সাধারণ তথ্য বা উপাত্তকে একটি গোপন কোড বা সংকেতে বদলে দেওয়া হয়। এতে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত হয়, যাতে শুধু মেশিন সেটি পড়তে বা বুঝতে পারে।

গুগল ওয়ালেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তাব্যবস্থাটির নাম টোকেনাইজেশন। এই প্রক্রিয়ায় দুই ধাপের সুরক্ষা পাবেন আপনি।

প্রথমত, ওয়ালেটে আপনার ব্যাংক কার্ড যুক্ত করার সঙ্গে সঙ্গে একটি ভার্চ্যুয়াল কার্ড নাম্বার পাবেন আপনি। এই কার্ডের নাম্বারটি ঠিক আপনার ব্যাংক কার্ডের নাম্বারের মতোই সব ধরনের লেনদেনে ব্যবহারযোগ্য। যাঁরা ডাচ্‌-বাংলা ব্যাংকের নেক্সাস পে ব্যবহার করেছেন, তাঁরা নিশ্চয়ই ভার্চ্যুয়াল কার্ডের সঙ্গে পরিচিত।

গ্রাহক লেনদেনের সময় পেমেন্ট করতে পারবেন আরও দ্রুত, নিরাপদে, স্পর্শহীনভাবে
ছবি : ফ্রিপিক

মজার বিষয় হলো, লেনদেনের সময় এই ভার্চ্যুয়াল কার্ডের নাম্বারও সরাসরি ব্যবহৃত হবে না। বরং এর বদলে এনক্রিপশনের মাধ্যমে বিশেষ একধরনের ‘টোকেন’ দেওয়া হবে আপনাকে। এর ভেতরেই বিশেষ সংকেতের মাধ্যমে আপনার ভার্চ্যুয়াল কার্ডের নাম্বার থাকবে, যা পস মেশিনই শুধু বুঝতে পারবে। এই টোকেন ব্যবহার করে লেনদেন সম্পন্ন হবে—ফলে আপনার ভার্চ্যুয়াল কার্ডের নাম্বারও কেউ জানতে পারবে না, মূল ব্যাংক কার্ডের নাম্বার জানা তো দূরের কথা! আর সঙ্গে যেহেতু ব্যাংক কার্ড না রেখেই এই সেবা ব্যবহার করা যায়, তাই কার্ড হারানোর ভয়ও থাকে না।

তার ওপর, এই ওয়ালেট চাইলেই কেউ অ্যাক্সেস করতে পারবে না। সে জন্য আপনার ফোনের স্ক্রিন আনলক করতে হবে—পিন, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। ফোন হারিয়ে গেলে দূর থেকেই ডেটা মুছে ফেলতে পারবেন, আবার গুগলের অ্যাকাউন্ট লগ-আউট করার সুবিধা তো রয়েছেই। সব মিলে গুগল ওয়ালেট তাই বেশ নিরাপদ লেনদেন সেবা দিতে পারে গ্রাহককে।

সূত্র: গুগল ল্যাবস, প্রথম আলো

আরও পড়ুন