জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

শেষ হলো জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রানার আপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গত ১৯ এপ্রিল, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের আনোয়ারুল আজিম চৌধুরী গ্যালারিতে এটি আয়োজিত হয়। দেশে জীবপ্রযুক্তি শিক্ষার প্রসার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় এই কুইজ প্রতিযোগিতা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এরিস্টফার্মার বায়োটেকনোলজি বিভাগের জেনারেল ম্যানেজার আবদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক মানজুরুল করিম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম এবং আইসিডিডিআরবির বিজ্ঞানী এনায়েত হোসেন। কুইজ মাস্টার হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদনান মান্নান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদ হোসেন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ মফিজুল ইসলাম।

কুইজের ফাইনাল পর্ব শেষে দেশের জীবপ্রযুক্তি ক্ষেত্রের প্রবাদপ্রতিম বিজ্ঞানী ও সদ‍্যপ্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক আহমদ শামসুল ইসলামকে নিয়ে স্মরণসভা ও কথামালা আয়োজিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক  এস এম মাহবুবুর রশীদ, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা মরিয়ম ইলিয়াস এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামিল আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টের সভাপতি ও ইউজিসি অধ্যাপক জেবা ইসলাম সেরাজ।

আরও পড়ুন
চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

এই কুইজ প্রতিযোগিতার ফাইনালে মোট ৭টি দল অংশ নেয়। এর আগে প্রাথমিক পর্বে ৪২টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩২০টি দল এতে অংশ নেয়। সেখান থেকে প্রথম রাউন্ড ও কোয়াটার ফাইনাল শেষে সেমিফাইনাল পর্বে উত্তীর্ণ হয়েছে মোট ৭টি দল। সেই দলগুলো থেকে প্রতিযোগিতা করে মোট ৪টি দল ফাইনালে উঠে আসে। দলগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি বিভাগ।

আরও পড়ুন
রানার আপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

কুইজ প্রতিযোগিতায় ফাইনালের দল চারটি মুখোমুখি প্রতিযোগিতা করে। ফাইনাল পর্ব পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদনান মান্নান। প্রতি দলে দুজন শিক্ষার্থী প্রতিযোগিতা করে। প্রত্যেক দলকে শুরুতে একটা করে প্রশ্ন করা হয়। সঠিক উত্তর দিলে পারলে ৫ নম্বর। কিন্তু ভুল উত্তর দিলে অন্য তিনটি দল সঠিক উত্তর দেওয়ার সুযোগ পায়। অন্য দলের দেওয়া ভুল উত্তরের সঠিক উত্তর দিতে পারলে পাবে ১০ পয়েন্ট। কিন্তু ভুল করলে ৫ পয়েন্ট বাদ যাবে। এভাবে একাধিক রাউন্ড শেষে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। এই প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দ্বিতীয় আর তৃতীয় হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের আনোয়ারুল আজিম চৌধুরী গ্যালারিতে এটি আয়োজিত হয়। দেশে জীবপ্রযুক্তি শিক্ষার প্রসার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় এই কুইজ প্রতিযোগিতা।

কুইজের ফাইনাল পর্ব শেষে দেশের জীবপ্রযুক্তি ক্ষেত্রের প্রবাদপ্রতিম বিজ্ঞানী ও সদ‍্যপ্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক আহমদ শামসুল ইসলামকে নিয়ে স্মরণসভা ও কথামালা আয়োজিত হয়। তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম মাহবুবুর রশীদ, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা মরিয়ম ইলিয়াস এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামিল আহমেদ।

এই কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্ট (জিএনওবিবি)। সহযোগিতায় করেছে নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট  বাংলাদেশ (এনওয়াইবিবি)। আর আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল ব্লাডব্রিজ।

আরও পড়ুন