শুরু হচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড

সংবাদ সম্মেলনে অতিথিরা

শিগগিরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের ১৮তম পর্ব। আগামী ১৬ সেপ্টেম্বর, শনিবার থেকে এ অলিম্পিয়াডের বাছাই পর্ব শুরু হবে অনলাইনে। অলিম্পিয়াডে অংশ নিতে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

৫ সেপ্টেম্বর, মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের উপদেষ্টা পাভেল রহমান, চেয়ারম্যান জিকরুল আহসান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পরিচালক মাসুদুল হাসান জায়েদী, অর্থ-সম্পাদক জালাল আহমেদ এবং সহপরিচালক আশরাফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অতিথিরা

এ অলিম্পিয়াডে ১৪ থেকে ১৮ বছর বয়সী (২০০৫-২০০৯ সালের মধ্যে যাদের জন্ম) স্কুল ও কলেজশিক্ষার্থীরা অংশ নিতে পারবে। অলিম্পিয়াডে দুটি ক্যাটাগরি অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ১৪-১৫ বছর বয়সী শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি এবং ১৬-১৮ বছর বয়সীরা সিনিয়র ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। অনলাইনে আয়োজিত প্রাথমিক বাছাই পর্বে মোট ৪০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। তাঁদের নিয়ে ২৩ সেপ্টেম্বর, শনিবার ঢাকায় আয়োজিত হবে এ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব।

এরপর তিন দিনের আবাসিক ক্যাম্প করা হবে দুই ক্যাটাগরি থেকে ৫ জন করে মোট ১০ জনকে নিয়ে। সেখান থেকে সেরা ৫ শিক্ষার্থী বেইজিংয়ে আয়োজিত আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

১৮তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আয়োজন করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন। সহযোগিতায় রয়েছে রাশিয়ান হাউস ইন ঢাকা এবং দৈনিক প্রথম আলো। মিডিয়া পার্টনার ৭১ টেলিভিশন

উল্লেখ্য, বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয় করতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন ৩৫ বছর ধরে কাজ করছে। সেই ধারাবাহিকতায়ই আয়োজিত হচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড।

অলিম্পিয়াডে নিবন্ধনের লিংক: astronomybangla.com/olympiad2023

আরও পড়ুন