আপডেট
প্রযুক্তি জগতে নতুন ঘটনা
প্রতিদিন বিজ্ঞানের জগতে ঘটছে নানা ঘটনা। প্রতিমুহূর্তে এগোচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে অনেক কিছু। প্রকাশিত হচ্ছে নতুন গবেষণাপত্র, জানা যাচ্ছে নতুন গবেষণার কথা। কিছু বিষয় এত সুদূর প্রসারী যে এগুলোর প্রভাব বোঝা যাবে আরও অনেক পরে। এরকম নানা বিষয়, নানা ঘটনা দেখে নিন একনজরে, জেনে নিন সংক্ষেপে।
১. ডেভিন: বিশ্বের প্রথম কৃত্রিম সফটওয়্যার প্রকৌশলী
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘কগনিশন’ সম্প্রতি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী তৈরি করেছে। ডেভিন নামে পরিচিত এই এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেকোনো দক্ষ সফটওয়্যার ডেভেলপারের মতোই কাজ করতে সক্ষম। এআই কোড লেখা, কোডবেস থেকে বাগ বা ত্রুটি খুঁজে বের করা, সিঙ্গেল প্রম্পট বা নির্দেশনা দিয়ে ওয়েবসাইট বানানোর মতো কাজ করতে পারে। এটা অনেকটা মাইক্রোসফটের বানানো এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলট এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো।
২. মস্তিষ্কে চিপ বসানো সেই ব্যক্তি দাবা খেলছেন
ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংক পক্ষাঘাতগ্রস্ত এক রোগীর মাথায় চিপ বসিয়েছিল। তাঁর নাম নোল্যান্ড অরবাঘ। সম্প্রতি তিনি শুধু চিন্তা করে করে অনলাইনে দাবা খেলে সবাইকে চমকে দিয়েছেন। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এই ঘটনা সম্প্রচার করা হয় অনলাইনে।
প্রথম ব্যক্তি হিসেবে নোল্যান্ড অরবাঘের মস্তিষ্কে চিপ বসায় নিউরালিংক। তাঁর বয়স ২৯ বছর। গাড়ি দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় তিনি কাঁধের নিচের অংশ ব্যবহার করতে পারতেন না। কিন্তু নিউরালিংকের চিপের সহায়তায় তিনি ল্যাপটপে অনলাইন দাবা খেলেছেন সফলভাবে। এর মাধ্যমে চিপ বসানোর বিষয়টি সফল হয়েছে বলেই দাবি করছে নিউরালিংক। (এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পড়ুন—মস্তিষ্কে চিপ বসানো সেই রোগী শুধু চিন্তা করে মাউস নাড়াতে পারছেন: ইলন মাস্ক)
৩. কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নতুন প্রজন্মের চিপ
প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া সম্প্রতি তাদের গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ নতুন প্রজন্মের চিপ উন্মোচন করেছে। ব্ল্যাকওয়েল নামের এ চিপ আগের চিপগুলোর চেয়ে ৩০ গুণ দ্রুত এবং অনেক বেশি শক্তিশালী বলে দাবি করা হচ্ছে। ব্ল্যাকওয়েল সিরিজের প্রথম চিপ বি২০০। এটি পেটাফ্লপ কম্পিউটিং ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ এক সেকেন্ডে এক কোয়াড্রিলিয়ন (১০১৫) ফ্লোটিং-পয়েন্ট অপারেশন সম্পাদন করতে পারে। প্রতিটি সুপারচিপের দাম প্রায় ৩০ থেকে ৪০ হাজার মার্কিন ডলার। চলতি বছরের শেষদিকে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
৪. পাওয়া গেছে প্রাচীনতম রুটির খামির
তুরস্কের প্রত্নতাত্ত্বিকরা বিশ্বের প্রাচীনতম রুটির খামির খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন। ৮ হাজার ৬০০ বছর প্রাচীন এই রুটি তুরস্কের কনিয়া প্রদেশের চাতালহুইকে প্রত্নতাত্ত্বিক এলাকার ‘মেকান ৬৬’ নামে জায়গায় পাওয়া গেছে। তুরস্কের নেকমেটিন এরবাকান ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টার জানিয়েছে, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত ‘মেকান ৬৬’-এ একটি চুলার কাঠামো পাওয়া যায়। চুলার পাশে ইটের তৈরি একটি কাঠামো ছিল। সেখানে প্রত্নতাত্ত্বিকরা গম, বার্লি, মটরবীজ এবং হাতের তালুর মতো গোলাকার, স্পঞ্জের মতো নরম কিছু জিনিসের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন। পরে বিশ্লেষণ করে দেখেন, এই জৈব অবশিষ্টাংশ আসলে ৮ হাজার ৬০০ বছরের পুরোনো রুটির খামির। খামিরটিকে রুটির আকৃতি দেওয়া হলেও তা সেঁকা হয়নি।
৫. স্পেসএক্স ক্রু-৮-এর সফল উৎক্ষেপণ
৩ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে স্পেসএক্স ক্রু-৮ মিশন সফলভাবে উৎক্ষেপণ করেছে। এই মিশনে রয়েছেন চার নভোচারী। তাঁরা হলেন মিশন কমান্ডার ম্যাথিউ ডমিনিক (মার্কিন যুক্তরাষ্ট্র), পাইলট মাইকেল ব্যারাট (মার্কিন যুক্তরাষ্ট্র), মিশন বিশেষজ্ঞ জিনেট অ্যাপস (মার্কিন যুক্তরাষ্ট্র) ও আলেকজান্ডার গ্রেবেনকিন (রাশিয়া)।
৬. সোনালী ব্যাগের জনক পেলেন স্বাধীনতা পদক
চলতি বছর বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন বিজ্ঞানী মোবারক আহমদ খান। পাট নিয়ে দীর্ঘদিন গবেষণা এবং সেলুলোজ থেকে বায়োপলিমার উদ্ভাবনের পদ্ধতি আবিষ্কারের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। তিনি পচনশীল পলিমার ব্যাগ আবিষ্কার করেছেন, যা একবার ব্যবহারযোগ্য বা ওয়ান টাইম ইউজেবল। এই ব্যাগের নাম ‘সোনালী ব্যাগ’। (বিস্তারিত জানতে পড়ুন: স্বাধীনতা পদক পেলেন সোনালী ব্যাগের উদ্ভাবক মোবারক আহমদ খান)