অভিভাবক হিসেবে মনে করি, সন্তানের জন্য বিজ্ঞানচিন্তা-ই শ্রেষ্ঠ উপহার

বিজ্ঞানচিন্তার বর্ষপূর্তি উপলক্ষ্যে পাঠকের অনুভূতি, মতামত বা অভিজ্ঞতা লিখে পাঠাতে বলেছিলাম আমরা। অনেক পাঠক লেখা পাঠিয়েছেন, জানিয়েছেন মতামত। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। এসব লেখা থেকে বাছাইকৃত সেরা তিনটি লেখা প্রকাশিত হয়েছে বিজ্ঞানচিন্তার অক্টোবর ২০২৩ সংখ্যায়। এ ছাড়াও আরও সাতটি, অর্থাৎ সেরা ১০টি লেখা ধারাবাহিকভাবে প্রকাশিত হবে বিজ্ঞানচিন্তা অনলাইনে।

অষ্টম সেরা লেখাটি আজ প্রকাশিত হলো।

বিজ্ঞানচিন্তার বর্ষপূর্তিতে বিজ্ঞানচিন্তা পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন। আর তার আগামী দিনের পথচলা যেন হয় মসৃণ এবং সুদৃঢ়, এই শুভকামনা জানাই।

আসলে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে বিজ্ঞানচিন্তা এমন একটি প্রয়াস, যা বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ায় অগ্রণী ভূমিকা পালন করবে। বিজ্ঞানচিন্তা এমন একটা ম্যাগাজিন, যা অনুসন্ধিৎসু মনের যথাযথ খোরাক। নতুন প্রজন্ম যখন বইবিমুখ, তখন বিজ্ঞানচিন্তা তাদের জন্য এক আদর্শ পাথেয়। ভবিষ্যৎ প্রজন্মের আলোর দিশারি। নতুন কিছু ভাবার, নতুন কিছু জানার এক অনন্য মাধ্যম। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই বিজ্ঞানচিন্তা পাঠে অনেকেই সমৃদ্ধ ও বিজ্ঞানে আগ্রহী হয়ে গড়ে উঠবে। তাদের মতো হাজারো শিক্ষার্থী সমৃদ্ধ ও বিজ্ঞানমনস্ক হয়ে উঠবে ভবিষ্যতের জন্য।

যদিও কিছু সংযোজনের আবদার আছে, যা আমার নিতান্তই ব্যক্তিগত। যেমন মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটা ফিচার থাকুক, যা থেকে তারা ঘরে বসে নতুন নতুন প্রজেক্ট বানানো শিখতে পারবে, আর বিজ্ঞানবিষয়ক কোনো বইয়ের সংক্ষিপ্ত বিবরণ। বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম ইনস্টিটিউটে ভর্তির দিকনির্দেশনা আর একটা হেল্পডেস্ক, যা তাদের  বিকাশে সর্বদা সহযোগিতা করবে।

আমি একজন অভিভাবক হিসেবে বাচ্চাদের জন্য এই বিজ্ঞানচিন্তাকে একটি শ্রেষ্ঠ উপহার হিসেবে গণ্য করি। তাই বিজ্ঞানচিন্তা ব্যাপকতা লাভ করুক আর বিজ্ঞানমনস্ক সবার কাছে হোক সমাদৃত। উত্তরোত্তর এর শ্রীবৃদ্ধি কামনা করি। আরও তথ্যবহুল হোক আগামী দিনগুলোতে। বিজ্ঞানচিন্তা দীর্ঘজীবী হোক।

বলাই ভৌমিক, কাপুড়িয়াপট্টি, মোরেলগঞ্জ, বাগেরহাট।

'আমার বিজ্ঞানচিন্তা'র আরও সেরা লেখা পড়ুন