এপ্রিলের সর্বাধিক পঠিত লেখাগুলো দেখে নিন

এপ্রিল মাসে বিজ্ঞানচিন্তায় সর্বোচ্চ পঠিত ১০টি লেখা লিংকসহ আছে এখানে। একনজরে সেগুলো দেখে নিন।

স্টারলিংক ইন্টারনেট চালু হলো বাংলাদেশে

প্রথমবারের মতো দেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট প্রাঙ্গণ থেকে বুধবার এ ইন্টারনেট চালু করা হয়।

স্মার্টফোনে পারমাণবিক ব্যাটারি

পারমাণবিক ব্যাটারি
ছবি: বেটাভোল্ট টেকনোলজি

মোবাইল ফোনের চার্জ নিয়ে আমরা প্রায়ই ভোগান্তিতে পড়ি। হঠাৎ মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়া নতুন কিছু নয়। কিন্তু কেমন হয় যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনের চার্জ একবার দিলেই ৫০ বছর পর্যন্ত থাকে! কী, অবাক হলেন? অবাক হওয়ার মতোই ব্যাপার। সম্প্রতি পারমাণবিক শক্তি ব্যবহার করে ব্যাটারি বানিয়ে রীতিমতো পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে চিনের বেইজিংভিত্তিক স্টার্টআপ  প্রতিষ্ঠান বেটাভোল্ট টেকনোলজি। প্রতিষ্ঠানটির দাবি, তাদের উদ্ভাবিত এই ব্যাটারি টানা ৫০ বছর পর্যন্ত কোনো চার্জ ছাড়াই চলতে পারবে। নতুন উদ্ভাবিত এই ব্যাটারির নাম দেওয়া হয়েছে ‘বিভি ১০০’।

পরমাণুতে ফাঁকা জায়গা না থাকলে বিশ্বের ৭০০ কোটি মানুষ এঁটে যেত চিনির দানায়!

পরমাণু নিয়ে আমরা সাধারণত ভাবি না। যা চোখে দেখা যায় না, শুধু বিজ্ঞান বইয়ের পাতায় থাকে, তা নিয়ে ভাবতে বয়েই গেছে! কিন্তু একটু ভাবলেই বুঝব, মহাবিশ্বের সবকিছুই পরমাণু দিয়ে গঠিত। আমি-আপনি-আমরা সবাই তা-ই। পরমাণুর এ জগৎ বেশ আকর্ষণীয়। বিশাল নক্ষত্র থেকে আমাদের মাথার চুল—সবকিছুর ভেতরে উঁকি দিয়ে দেখা যাবে খুদে এই কণাদের রাজত্ব। পদার্থবিজ্ঞানের কল্যাণে আজ আমরা এসব অতি খুদে পরমাণু নিয়ে জেনেছি অনেক অজানা তথ্য। চলুন, সেরকম ৫টি অবাক করা তথ্য জেনে নেওয়া যাক।

বাংলাদেশে আসছে স্টারলিংক: কবে আসবে, কীভাবে ব্যবহার করবেন

সম্প্রতি বাংলাদেশে স্টারলিংক প্রকল্পের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী ৯ এপ্রিল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক যাত্রা শুরু করবে স্টারলিংক। মার্কিন প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স পরিচালিত এ প্রকল্পের কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাধিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

চ্যাটজিপিটিকে ধন্যবাদ দিলে কতটা লাভ, কতটা ক্ষতি

‘তোমাকে, অর্থাৎ জিপিটি মডেলকে ধন্যবাদ দিলে সত্যিই কি লাখো-কোটি ডলার অপচয় হয়?’

চ্যাটজিপিটিকেই জিজ্ঞেস করলাম কথাটা। ১৯ এপ্রিল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এ কথাই বলেছেন। ‘টেনস অব মিলিওনস অব ডলার’ মানে তো সেই লাখো-কোটিই। জিপিটি কী উত্তর দিল? বলল, ‘হ্যাঁ, জিপিটিকে “ধন্যবাদ” বললে বাড়তি “টোকেন” লাগে, ফলে খানিকটা বেশি কম্পিউটেশনাল রিসোর্স এবং শক্তি ব্যয় হয়।

হাবলের ৩৫ বছর পূর্তি, দেখে নিন মহাবিশ্বের নতুন ৫টি ছবি

১৯৯০ সালের ২৪ এপ্রিল। সেদিন মহাকাশে যাত্রা করেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সি ইসার এই টেলিস্কোপ—হাবল স্পেস টেলিস্কোপ। সে হিসেবে চলতি বছর ২৪ এপ্রিল, বৃহস্পতিবার এ টেলিস্কোপের ৩৫ বছর পূর্ণ হলো। এ সময়ের মধ্যে টেলিস্কোপটি ১৩.৪ বিলিয়ন আলোকবর্ষ পথ ঘুরে ১৬ লাখের বেশি ছবি তুলেছে। সেসব ছবি থেকে বিজ্ঞানীরা ২১ হাজারের বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। এই লেখায় হাবলের সাম্প্রতিক তোলা ৫টি ছবি দেখে নিন।

মাইক্রোওয়েভ ওভেনে ১০০ রকম ব্যাকটেরিয়ার বাস, জানা গেল গবেষণায়

মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে আস্ত একটা ব্যাকটেরিয়ার বসতি তৈরি হতে পারে

চটজলদি খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেনের জুড়ি মেলা ভার। এখন অবশ্য খাবার গরমের পাশাপাশি কিছু খাবার তৈরির কাজও করা যায় এই যন্ত্রে। আমরা সাধারণত মাইক্রোওয়েভ ওভেনকে একটি নিরাপদ যন্ত্র হিসেবে দেখি। মনে করি, এতে উচ্চ তাপমাত্রা ও রেডিয়েশনের কারণে জীবাণুর টিকে থাকা সম্ভব নয়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়। মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে বাস করে শতাধিক প্রজাতির ব্যাকটেরিয়া! কঠিন পরিবেশেও এরা দিব্যি বেঁচে থাকতে পারে।

দেরিতে ঘুমালে অপূরণীয় ক্ষতি হতে পারে মস্তিষ্কের, বলছে গবেষণা

রাতে দেরি করে ঘুমান অনেকেই। আবার বেশি সময় ঘুমাতে পারেন না অনেকে। এতে যে ঘুমের সমস্যা হচ্ছে, তা আমরা অনেকে বুঝি। আবার ঘুম ভালো হলে শরীর ফুরফুরে লাগে, এটাও বুঝতে পারি। কিন্তু অল্প দেরি করে ঘুমালেও এর প্রভাব কত বেশি, তা উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

ফিরে এল সাড়ে ১২ হাজার বছর আগের বিলুপ্ত নেকড়ে

৫ মাস বয়সী ডায়ার নেকড়ে
ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

বিশ্বব্যাপী তিনটি শব্দ এখন বেশ আলোচিত হচ্ছে। এক, ডায়ার নেকড়ে, দুই, ক্লসোল বায়োটেক, আর তিন নম্বর হলো ডি-এক্সটিংকশন। শব্দ তিনটি দেখে পাঠক হয়তো বুঝে ফেলেছেন, পৃথিবীতে ফিরে এসেছে বিলুপ্ত হওয়া এক প্রজাতির নেকড়ে। ফিরিয়ে আনার কাজটি করেছে যুক্তরাষ্ট্রের ক্লসোল বায়োসায়েন্সের বিজ্ঞানীরা।

১০

ধান বিজ্ঞানীদের গবেষণার কাজে বরাদ্দ বাড়ানো দরকার—নূর মোহাম্মদ, কৃষক-বিজ্ঞানী

বিজ্ঞানচিন্তা কার্যালয়ে কৃষক-বিজ্ঞানী নূর মোহাম্মদ
ছবি: দীপু মালাকার

সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত কৃষক-বিজ্ঞানী সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন নূর মোহাম্মদ। তিনি ২০টি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন, ঝুলিতে রয়েছে মোট ২০০ কৌলিক সারি উদ্ভাবনের কৃতিত্ব। এসব ধান উচ্চফলনশীল, এর কিছু কিছু চাষও হচ্ছে মাঠে। এ সবই তিনি শিখেছেন নিজে নিজে। ২০০৫ সালে ‘কৃষিতে উচ্চফলন’ ক্যাটাগরিতে পেয়েছেন জাতীয় কৃষি পদক (স্বর্ণ)।