সুপারম্যান এসেছে, এবার আসছে বিজ্ঞানচিন্তার সুপারহিরো সংখ্যা

সুপারম্যানের নতুন মুভি মুক্তি পেয়েছে গত ১১ জুলাই। শিগগিরই আসবে ফ্যান্টাস্টিক ফোরের নতুন মুভি। জুলাইকে তাই একটু আগে বেড়ে ‘সুপারহিরোদের মাস’ বললে হয়তো অত্যুক্তি হবে না। বিশ্বজুড়েই সুপারহিরোদের নিয়ে কিশোর-তরুণেরা আগ্রহী। বাংলাদেশেও এই আগ্রহ চোখে পড়ার মতো। কিন্তু সুপারহিরোদের এই যে অতিমানবীয় সব ক্ষমতা, সেগুলোর পেছনে কি আদৌ বিজ্ঞান আছে, নাকি সবটাই কেবলই ফ্যান্টাসি?

আরেকটু বিস্তারিত বলা যাক। মহাকর্ষকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি উড়ে বেড়াতে পারে সুপারম্যান। আলোর চেয়ে দ্রুত ছুটতে পারে ফ্ল্যাশ। রেগে গেলেই দানব ‘হাল্ক’ হয়ে ওঠে ব্রুস ব্যানার। আর ক্যাপ্টেন আমেরিকা তো সাক্ষাৎ অতিমানব। ব্যাটম্যান আর আয়রনম্যানের মূল ক্ষমতা আবার প্রযুক্তি। সুপারহিরোদের এমন নানা রোমাঞ্চকর সুপারপাওয়ার নিয়ে বিজ্ঞান কী বলে? বাস্তবে কি এসব সম্ভব? সুপারহিরোদের বৈজ্ঞানিক ব্যবচ্ছেদ নিয়ে আসছে বিজ্ঞানচিন্তার জুলাই সংখ্যা।

আরও পড়ুন
সারা দেশের যেকোনো প্রান্তে বিজ্ঞানচিন্তা হাতে পেতে চাইলে সাবস্ক্রিপশন করে নিতে হবে। অথবা নিজ এলাকার হকারকে বলে রাখতে পারেন। কিংবা পত্রিকা স্টলগুলোতে খুঁজলেও পাবেন।

এককালে মানুষ ভাবত, আলো ‘ইথার’-এর মধ্য দিয়ে চলে। মার্কিন বিজ্ঞানী আলবার্ট মাইকেলসন ও এডওয়ার্ড মর্লি পরীক্ষা করে হাতে-কলমে ইথারের অস্তিত্ব প্রমাণ করতে চাইলেন। বিজ্ঞানের ইতিহাসখ্যাত এ পরীক্ষা নিয়ে থাকছে একটি বিস্তারিত লেখা। মানুষ প্রথম কেমন করে মানচিত্র বানাতে শিখল? জানতে পারবেন এ সংখ্যায়। জানতে পারবেন কোয়ান্টাম–জগতের বিচিত্র এক ঘটনা—জেনো ইফেক্ট নিয়ে। এ রকম আকর্ষণীয় সব ফিচারের পাশাপাশি মানুষের চন্দ্রজয় নিয়ে থাকছে ইনফোগ্রাফ। ১৯৬৯ সালে প্রথম চাঁদে পা রাখে মানুষ। সেই স্মরণীয় ঘটনা আরেকবার ফিরে দেখতে পারবেন পাঠক। পাশাপাশি প্রায় ৫০ বছর পর মানুষ যে চাঁদে ফিরতে চাইছে, এ নিয়ে ধারাবাহিক কমিকসটি তো থাকছেই। সঙ্গে থাকছে কার্যকারণ, বিজ্ঞান রম্য, ছড়া, আইনস্টাইনের ধাঁধাসহ নিয়মিত সব আয়োজন।

এতসব মজার আয়োজন নিয়ে বিজ্ঞানচিন্তার এ সংখ্যা বাজারে আসবে আগামী ১৫ জুলাই। সুপারহিরোদের জগতে সবাইকে স্বাগতম।

আরও পড়ুন

কীভাবে সংগ্রহ করবেন বিজ্ঞানচিন্তা

সারা দেশের যেকোনো প্রান্তে বিজ্ঞানচিন্তা হাতে পেতে চাইলে সাবস্ক্রিপশন করে নিতে হবে। অথবা নিজ এলাকার হকারকে বলে রাখতে পারেন। কিংবা পত্রিকা স্টলগুলোতে খুঁজলেও পাবেন। তা ছাড়া বিজ্ঞানচিন্তা ঘরে বসেই অর্ডার করতে পারবেন prothoma.com-এ। জুলাই ২০২৫ সংখ্যা অর্ডার করতে ক্লিক করুন: https://www.prothoma.com/product/49178/bigganchinta-july-2025

সাবস্ক্রিপশনের জন্য ফোন দিতে পারেন নিচের নম্বরে: ০১৭০৮৪১১৯৯৬। এ ছাড়াও প্রতি মাসের বিজ্ঞানচিন্তায় সাবস্ক্রিপশন ফর্ম ছাপা হয়। ফর্ম পূরণ করে পাঠাতে পারেন বিজ্ঞানচিন্তার ঠিকানায়।

এ ছাড়াও রয়েছে ই-বিজ্ঞানচিন্তা। অনলাইনে ঠিক ছাপা সংস্করণের মতো বিজ্ঞানচিন্তা পড়তে দেখুন—e-prothomalo.com

আরও পড়ুন