কোন গ্রহে কত দিনে বছর হয়

সৌরজগতের সবচেয়ে কম সময়ে বছর হয় বুধ গ্রহে। আর সবচেয়ে বেশি দিনে বছর হয় নেপচুনে। কিন্তু কোন গ্রহে ঠিক কত দিনে বছর হয়? 

শিল্পীর কল্পনায় সৌরজগৎছবি: রয়টার্স

সৌরজগতের গ্রহ উপগ্রহ থেকে শুরু করে সবকিছু সূর্যকে কেন্দ্র করে ঘোরে। এটাই স্বাভাবিক নিয়ম। এই ঘোরার ওপর নির্ভর করে প্রতিটি গ্রহে বছর হয়। অর্থাৎ সূর্যের চারপাশে একবার ঘুরতে যতদিন লাগে, বছর হয় ততদিনে। সব গ্রহের আকার ও দূরত্ব ভিন্ন হওয়ায়, বছরের হিসেবও হয় আলাদা। তবে কোন গ্রহে কতদিনে বছর হয়, তা নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের ওপর।

গ্রহগুলোর ঘূর্ণন গতি এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের ঘূর্ণন গতি পৃথিবী, মঙ্গল, বুধ ও শুক্রের চেয়ে অনেক বেশি। কিন্তু দৈত্যাকার গ্রহগুলোর ঘূর্ণন গতি কেন এত বেশি, সে রহস্য বিজ্ঞানীরা এখনো পুরোপুরি সমাধান করতে পারেননি।

আবার কেপলারের গতির তৃতীয় সূত্র অনুসারে, কোনো গ্রহ সূর্যের চারপাশে একবার ঘুরতে যে সময় নেয়, তা দূরত্বের ওপর নির্ভর করে। সূর্য থেকে দূরে থাকা গ্রহগুলোকে দীর্ঘ পথ ভ্রমণ করতে হয়। ফলে বছর পূর্ণ করতে সময় লাগে বেশি। আর সূর্যের কাছে থাকা গ্রহগুলোর কম সময় লাগে। অপেক্ষাকৃত তাড়াতাড়ি সময়ে বছর শেষ হয়। এখন পৃথিবীর হিসেব অনুসারে কোন গ্রহে কত দিনে বছর হয়, তা জানার চেষ্টা করি। 

বুধ

গ্রহটি নিজ অক্ষের ওপর খুব ধীর গতিতে ঘোরে। একবার ঘুরতে সময় লাগে পৃথিবীর হিসেবে ৫৯ দিন। অর্থাৎ বুধ গ্রহের একদিন হয় পৃথিবীর ৫৯ দিনে। কিন্তু সূর্যের চারপাশে একবার ঘুরতে বুধের লাগে ৮৮ দিন। তবে সূর্যের চারপাশে বুধের ঘূর্ণন কিছুটা অদ্ভুত। গ্রহটির উপকেন্দ্রিকতা অনেক বেশি হওয়ায় সবসময় নিজ অক্ষের ওপর সমান গতিতে ঘোরে না। ফলে, অনেকসময় ৫৯ দিনের বেশি সময়ও লাগে একদিন সম্পন্ন হতে। অন্য কোনো লেখায় সে সম্পর্কে বিস্তারিত জানাব।

সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ
ছবি: সংগৃহীত

শুক্র

সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ শুক্র। ২২৫ দিনে সূর্যের চারপাশে একবার ঘুরে আসে গ্রহটি। তাই বছর পূর্ণ হয় ২২৫ দিনে। কিন্ত নিজ অক্ষের ওপর শুক্র খুব ধীরে ঘোরে। একবার নিজ অক্ষের ওপর ঘুরে আসতে সময় লাগে ২৪৩ দিন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। শুক্র গ্রহে বছরের চেয়ে দিনের সময়কাল বেশি। পৃথিবীর হিসেবে শুক্র গ্রহে একদিন, এর এক বছরের চেয়ে ১৮ দিন বড়! শুক্রের আরও একটি বিশেষত্ব আছে। সৌরজগতের বেশিরভাগ গ্রহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলেও শুক্র ঘোরে ঘড়ির কাঁটার দিকে। অর্থাৎ বাঁ থেকে ডানে। শুক্রের আচরণ কেন এমন অদ্ভূত, তার সদুত্তর এখনও মেলেনি।

শুক্র গ্রহ
ছবি: সংগৃহীত

পৃথিবী

পৃথিবী
ছবি: সংগৃহীত

৩৬৫ দিনে যে পৃথিবীর এক বছর হয় তা আপনাদের সবারই জানা। নতুন করে এ তথ্য আর আপনাদের বলতে হবে না। তবে একদম ঠিকভাবে বলতে গেলে পৃথিবীর বছর হয় ৩৬৫.২৫ দিনে। আর পৃথিবী নিজ অক্ষের চারপাশে একবার ঘুরে আসে ২৩.৯ ঘন্টায়। 

মঙ্গল

মঙ্গল গ্রহ
ছবি: সংগৃহীত

পৃথিবীর পরেই মঙ্গলের অবস্থান। পৃথিবীর হিসেব অনুযায়ী ৬৮৭ দিনে গ্রহটি একবার সূর্যকে প্রদক্ষিণ  করে। নিজ অক্ষের ওপর একবার ঘুরতেও প্রায় পৃথিবীর সমান সময়, অর্থাৎ ২৪.৬ ঘন্টা লাগে। তাই ভবিষ্যতে মঙ্গলে মানুষ বসবাস শুরু করলে দিনের হিসেবে তেমন গড়মিল হবে না। কিন্তু মঙ্গলে এক বছর কাটাতে কাটাতে পৃথিবীতে কেটে যাবে প্রায় ২ বছর। 

বৃহস্পতি

বৃহস্পতি গ্রহ
ছবি: সংগৃহীত

সৌরজগতের সবচেয়ে বড় এই গ্রহে দিনের দৈর্ঘ্য খুবই কম। ১০ ঘন্টারও কম সময়ে এখানে এক দিন কেটে যায়। তবে সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব বেশি হওয়ায়, বৃহস্পতিতে এক বছর শেষ হতে লাগে পৃথিবীর প্রায় ১২ বছর। সূর্য থেকে পৃথিবীতে ৮ মিনিট ২০ সেকেন্ডে আলো পৌঁছায়। অন্যদিকে বৃহস্পতিকে ছুঁতে সূর্যের আলোর প্রায় ৪৩ মিনিট সময় লাগে। 

শনি

শনি গ্রহ
ছবি: সংগৃহীত

রিং বা বলয়ের কারণে শনি গ্রহ আমাদের কাছে খুবই পরিচিত। গ্রহটি সূর্যের চারপাশে একবার ঘুরতে সময় লাগে ১০ হাজার ৭৫৬ দিন। অর্থাৎ পৃথিবীর ২৯.৪ বছরের সমান। শনি গ্রহের দিনও সম্পন্ন হয় কম সময়ে। পৃথিবীর হিসেবে মাত্র ১০.৭ ঘন্টায় শনির একদিন হয়। 

ইউরেনাস

ইউরেনাস
ছবি: সংগৃহীত

আপনার সারা জীবন দিয়েও হয়তো ইউরেনাসের একবছর শেষ করতে পারবেন না। গ্রহটিতে বছর সম্পন্ন হয় পৃথিবীর ৮৪ বছরে। আর একদিন হতে সময় লাগে পৃথিবীর ৩ দিনের চেয়ে কিছুটা বেশি সময়—প্রায় ৮৪.১৭ ঘন্টা। শুক্রের মতো এই গ্রহটিও ঘোরে ঘড়ির কাঁটার দিকে।

নেপচুন

নেপচুন গ্রহের তুলনায় পৃথিবীর আকার
ছবি: সংগৃহীত

গ্রহটির একদিন পৃথিবীর ১৬ ঘন্টার সমান। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে ৫৯ হাজার ৮০০ ঘন্টা বা ১৬৫ বছর। এখানে মোট চারটি মৌসুম বা ঋতু হয় প্রতি বছরে। পৃথিবীর প্রতিটি মৌসুম ২ মাসের হলেও নেপচুনে লাগে প্রায় ৫৯ বছর।

প্লুটো

বামন গ্রহ প্লুটো
ছবি: সংগৃহীত

গ্রহ না হলেও প্লুটোর নাম এই তালিকায় রেখেছি। কারণ প্লুটোর এক সময় গ্রহের মর্যাদা ছিল। ২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোর গ্রহত্ব কেড়ে নিয়ে বামন গ্রহে শ্রেণিবদ্ধ করে। বর্তমানে সৌরজগতে মোট ৫টি বামন গ্রহ রয়েছে। যাই হোক, প্লুটোতে বছর সম্পন্ন  হয় পৃথিবীর প্রায় ২৪৮ বছরে। আর এক দিন সম্পন্ন হতে সময় লাগে প্রায় ১৫৩.৩ ঘন্টায় বা পৃথিবীর ৬ দিন।  

সূত্র: অ্যাস্ট্রোনমি ডট কম, স্পেস ডট কম

এই সিরিজের আরও লেখা পড়ুন

১. সৌরজগতের আদ্যপান্ত

২. সূর্য পরিচয়

৩. সূর্যে এঁটে যাবে ১৩ লাখ পৃথিবী!

৪. সূর্য কত বড়

৫. সূর্যের চারপাশে ঘুরতে কত সময় লাগবে

৬. সূর্য কতটা গরম

৭. সৌরপৃষ্ঠ থেকে সূর্যের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি কেন?

৮. সূর্য কি ব্ল্যাকহোলে পরিণত হতে পারে

৯. সূর্য কত দূরে

১০. সূর্য কতটা ভারী

১১. বুধ গ্রহ কত দূরে

১২. সূর্যের বয়স কত

১৩. বুধ গ্রহ কত বড়

১৪. ২৪ ঘন্টায় কেন একদিন হয়

১৫. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত