চীনে চালু হলো প্রথম এআই হাসপাতাল

স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হাসপাতাল চালু করেছে চীন। হাসপাতালটির নাম দেওয়া হয়েছে এজেন্ট হাসপাতাল। ভার্চুয়াল এই মেডিকেল সেন্টারটি বানিয়েছে চীনের চিংহুয়া ইউনিভার্সিটি। এই মেডিকেল সেন্টারে কাজ করছে ১৪ জন এআই ডাক্তার এবং ৪ জন এআই নার্স।

এজেন্ট হাসপাতাল বিশ্বের প্রথম হাসপাতাল যেখানে কোনো ডাক্তারের সহায়তা ছাড়াই রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে রোগীদের। এই হাসপাতাল মাত্র কয়েক দিনের মধ্যে ১০ হাজার রোগীকে সহায়তা দিতে পারবে। এই পরিমাণ রোগীকে সেবা দিতে সাধারণ ডাক্তারদের বছরের পর বছর সময় লাগে। চীনা গবেষকরা আশা করছেন, যে সব দেশে জনসংখ্যা বেশি, সে সব দেশে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এজেন্ট হাসপাতালের এআই ডাক্তাররা প্রচলিত এআই বট থেকে আলাদা। চিংহুয়া ইউনিভার্সিটির গবেষকদের মতে, এআই ডাক্তাররা স্বাধীনভাবে কাজ করে এবং ভিন্ন ভিন্ন রোগীদের ক্ষেত্রে অত্যাধুনিক ক্লিনিক্যাল সহায়তা দেয়।

চিকিৎসক সংকটে প্রায়ই রোগীদের পর্যাপ্ত যত্ন নিতে হিমশিম খায় হাসপাতালগুলো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রোগীকে একটি সাধারণ প্রেসক্রিপশন পেতেও অপেক্ষার করতে হয় দিনের পর দিন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডিজিটাল হেলথ গবেষক মাইকেল চ্যাং বলেন, ‘এই প্রযুক্তি ব্যবহারে বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা আরও সহজলভ্য করা সম্ভব। বিশেষ করে যেসব অঞ্চলে চিকিৎসকের অভাব আছে, সেখানে আরও দ্রুত চিকিৎসা সেবা পাবে মানুষ। তবে সতর্কও থাকতে হবে। রোগীদের আস্থা ধরে রাখতে আমাদের অবশ্যই শক্তিশালী নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন

কোভিড-১৯ অতিমারীর সময় স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাগুলো দেখা গিয়েছিল। বিশেষ করে হাসপাতালের ধারণক্ষমতা যে কতটা সীমিত, তা বোঝা গেছে। স্পেনের মতো উন্নত দেশেও চিকিৎসা কাঠামোর নানা দুর্বলতা দেখা গেছে। চিকিৎসক সংকটে প্রায়ই রোগীদের পর্যাপ্ত যত্ন নিতে হিমশিম খায় হাসপাতালগুলো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রোগীকে একটি সাধারণ প্রেসক্রিপশন পেতেও অপেক্ষার করতে হয় দিনের পর দিন। এমন পরিস্থিতির মোকাবেলা করতেই চীন গ্রহণ করেছে এই বিকল্প পদ্ধতি। কেননা জনসংখ্যায় বিশ্বে চীনের অবস্থান দ্বিতীয়। দেশটির জনসংখ্যা ১৪১ কোটি ৯৩ লাখ ২০ হাজার। এই বিপুল জনসংখ্যাকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া জন্য ধীরে ধীরে এই ব্যবস্থার আওতায় আনছে চীন।

এজেন্ট হাসপাতাল বিশ্বের প্রথম হাসপাতাল যেখানে কোনো ডাক্তারের সহায়তা ছাড়াই রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে রোগীদের। এই হাসপাতাল মাত্র কয়েক দিনের মধ্যে ১০ হাজার রোগীকে সহায়তা দিতে পারবে।

এআই ডাক্তাররা দ্রুত সেবা দেওয়ার পাশাপাশি নির্ভুলভাবে চিকিৎসা করতে পারবে। লার্জ ল্যাংগুয়েজে মডেল (LLM) ব্যবহার করছে এআই ডাক্তাররা। এজেন্ট হাসপাতালের এআই ডাক্তাররা যুক্তরাজ্যের মেডিকেল লাইসেন্সিং পরীক্ষায় ৯৩ শতাংশের বেশি স্কোর করেছে, যা অভিজ্ঞ চিকিৎসকদের রোগ নির্ণয়ের সক্ষমতার প্রায় কাছাকাছি। রোগীর চিকিৎসার বাইরেও এজেন্ট হাসপাতাল এআই শিক্ষার্থীদের জন্য একটা অত্যাধুনিক ভার্চুয়াল প্রশিক্ষণ দিচ্ছে। সিংহুয়া ইউনিভার্সিটির সহযোগী ভাইস প্রোভোস্ট হুয়াং তিয়ানইন বলেন, ‘চিকিৎসাখাতে সেবা প্রদান ও শিক্ষা—উভয় ক্ষেত্রেই এআইয়ের এই সমন্বয় ভবিষ্যতের ক্লিনিক্যাল ক্ষেত্রে এআই সহযোগী চিকিৎসকদের একটি নতুন প্রজন্ম তৈরি করবে।’

লেখক: শিক্ষার্থী, ঢাকা কলেজ

সূত্র: ওয়ার্ল্ড ডে হেলথ ও ইনহেলথ একাডেমি

আরও পড়ুন