বিগপিকচার ফটোগ্রাফি প্রতিযোগিতার বাছাইকৃত কিছু ছবি

সম্প্রতি শেষ হয়েছে বিগপিকচার ফটোগ্রাফি প্রতিযোগিতা। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্স আয়োজন করে। এই প্রতিযোগিতার লক্ষ্য ছবির মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্য তুলে ধরা৷ এই প্রতিযোগিতার বাছাইকৃত কিছু ছবি বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

১ / ৭

১. লেমুরের লাফ

প্রথম দেখায় মনে হতে পারে কিছু বাদামি ফুল পাহাড়ের গায়ে ফুটে রয়েছে। কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন, কতগুলো লেমুর পাহাড়ের দূর্গম গিরিখাত পার হচ্ছে। শুধু লেমুরের বিপদজনকভাবে লাফ দেয়ার দৃশ্যটিই হতে পারতো অসাধারণ, কিন্তু এতে যোগ হয়েছে নতুন মাত্রা। মা লেমুরের গায়ে জড়িয়ে আছে তার কয়েক সপ্তাহ বয়সী ছানা। এই হৃদয়স্পর্শী মুহূর্তটির ছবি তুলেছেন ফটোগ্রাফার ঝোউ দোংলিন। এই ছবিটিই প্রতিযোগিতার সর্বোচ্চ পুরস্কার পেয়েছে।

২ / ৭

২. ব্যাঙের আকুতি

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক জলাভূমিতে রাতে হাঁটার সময় ফটোগ্রাফার নিক কানাকিস হঠাৎ এই নাটকীয় শিকারের দৃশ্য দেখতে পান। একটি সাপ কামড়ে ধরেছে ব্যাঙকে। আর ব্যাঙটি প্রাণপণে চেষ্টা করছে নিজেকে ছাড়াতে।

আরও পড়ুন
৩ / ৭

৩. ছদ্মবেশী শিং

ছবিটি দেখে মনে হতে পারে, কোনো পতঙ্গের মাথা ফুড়ে শিং গজিয়েছে। কিন্তু আসল চিত্র বেশ ভয়াবহ। এই ছবিতে একটি পরজীবীর নিষ্ঠুরতা প্রকাশ পেয়েছে। বালির ওপর স্থির হয়ে শুয়ে আছে একটি বিটল শুঁয়োপোকা। ওটার মাথা চিরে বেরিয়ে এসেছে একটি ছত্রাক। এই দুর্দান্ত মুহূর্তটি যখন ফটোগ্রাফার স্যাডি হাইন ক্যামেরাবন্দী করেন, তখন পতঙ্গটির দেহের ভেতরের পুরোপুরি গ্রাস করে নিয়েছে ছত্রাকের মাইসেলিয়াম৷ পোকাটির মাথা ভেদ করেছে শিংয়ের মতো কাঠামোটি। এতে ছত্রাকের স্পোর ছড়িয়ে পড়বে বাতাসে। সংক্রমিত হবে আরও পোকামাকড়। এভাবেই চলতে থাকবে নিষ্ঠুর এই খেলা।

৪ / ৭

৪. বাদুড়ের ওড়া

প্রাণীজগতে মাতৃত্বের এক অনন্য রূপ দেখা যাচ্ছে এই ছবিতে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাদুড় ধূসর মাথাওয়ালা ফ্লাইং ফক্স। এই প্রজাতির একটি মা বাদুড় ওর বাচ্চাকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে উড়ে যাচ্ছে। অসাধারণ ছবিটি তুলেছেন ডাগ গাইমেসি।

আরও পড়ুন
৫ / ৭

৫. ফাঁদের মুখোমুখি

ছবিটি দেখে শুরুতে মনে হতে পারে ভালুকটি আয়না দেখছে। আসলে এই গ্রিজলি ভালুকটি ধরা পড়েছে বন্যপ্রাণী গবেষকদের হাতে। ধরা পড়ার পর ভালুকটির চোখে-মুখে ছিল বিভ্রান্তির ছাপ। যেন কিছুই বুঝতে পারছে না সে। বিশেষজ্ঞরা ভালুকটির স্বাস্থ্য পরীক্ষা করে নিরাপদ অঞ্চলে ছেড়ে দিয়েছেন। আর ছবিটি তুলেছেন রব গ্রিন।

৬ / ৭

৬. যুদ্ধের মঞ্চ

এখানে দুটি পুরুষ কাটলফিশ (Ascarosepion apama) এক নারীর জন্য লড়াই করছে। ছবির নিচে দিকে দেখা যাচ্ছে দুটি আলাদা কালো কালির মেঘ। বিপদের সময় কাটলফিশ এই কালি ব্যবহার করে৷ দারুণ এই ছবিটি তুলেছেন ফটোগ্রাফার তালিয়া নিকোল গ্রেইস।

আরও পড়ুন
৭ / ৭

৭. প্রজাপতির খুশি

অসাধারণ এই ছবিটি তুলেছেন পাল হারমানসেন। ছবিতে একটি অ্যাপোলো প্রজাপতি (Parnassius apollo) থিসল ফুল থেকে মধু পান শেষে হাওয়ায় ভেসে চলেছে। যেন খুশিতে নেচে নেচে প্রকৃতির গান গাইছে। গায়ে কাঁটা থাকায় অনেকেই থিসল ফুলকে অত গুরুত্ব দেয় না। কিন্তু ফুলটি বহু প্রজাতির পতঙ্গের জন্য প্রয়োজনীয় এক মধুর উৎস।

লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

সূত্র: পপুলার সায়েন্স

আরও পড়ুন