পাখির চোখে পৃথিবী যেমন দেখায়

প্রথমবারের মতো আয়োজিত হলো ইন্টারন্যাশনাল এরিয়াল ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এমন সব ছবি জমা পড়েছে যেগুলো পৃথিবীকে নতুনভাবে দেখায়। বরফে ঢাকা জমিতে লাভার প্রবাহ থেকে শুরু করে সমুদ্রের নীল পানিতে মাছের ঝাঁকের মধ্যে হাঙরের বিচরণ—প্রতিটি ছবিই প্রাকৃতিক দৃশ্য ও বন্যপ্রাণীর এমন সব মুহূর্ত তুলে ধরেছে, যা আমরা সচরাচর দেখতে পাই না।

এই প্রতিযোগিতায় বিশ্বজুড়ে ১ হাজার ৫৪৯টি অসাধারণ ছবি জমা পড়েছিল। বিজয়ীদের ছবির পাশাপাশি চিত্তাকর্ষক ও বৈচিত্র্যময় ছবিগুলো নিয়ে ‘শীর্ষ ১০১ সংগ্রহ’ নামে অনলাইনে একটি বই প্রকাশ করেছে। সেখান থেকে বাছাইকৃত সেরা কিছু ছবি বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য প্রকাশিত হলো।

১ / ৭

১. অগ্নিশর্মা

প্রকৃতির নির্জনে অগ্নিশর্মা চোখে তাকিয়ে আছেন কেউ। ছবিটি আইসল্যান্ডের আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে যাওয়ার মুহূর্তের। জমে যাওয়া লাভার ফাটলগুলো এমন একটি আকৃতি তৈরি করেছিল, যা দেখতে একটি মাথার খুলির মতো লাগছিল। এই অদ্ভুত প্রাকৃতিক বিভ্রমটি মাত্র কয়েক মুহূর্তের জন্য দৃশ্যমান হয়েছিল। ছবিটি তুলেছেন স্পেনের ফটোগ্রাফার ড্যানিয়েল ভিনে গার্সিয়া।

আরও পড়ুন
২ / ৭

২. চরকি

পশ্চিম অস্ট্রেলিয়ার কোরাল কোস্ট অঞ্চলে লবণ উত্তোলনের একটি অসাধারণ ড্রোনের তোলা ছবি এটি। ছবিটি তুলেছেন ড্যানিয়েলা টমাসি। তবে ছবিটি এমনভাবে তোলা হয়েছে, দেখে মনে হচ্ছে যেন চরকি ঘুরছে।

৩ / ৭

৩. মাছের ঝাঁক

বিশাল মাছের একটি ঝাঁকের মধ্যে ঢুকে পড়েছে একটি হাঙর। হাঙরটি যেদিকে যায়, মাছগুলো সেখান থেকে পালায়। ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার জোয়ানা স্টিডল নিউইয়র্কের সাউদাম্পটনে আটলান্টিক মহাসাগরে মেনহেডেন মাছের একটি ঝাঁকের ছবি তুলছিলেন। তখনই এই দৃশ্যের দেখা পান।

আরও পড়ুন
৪ / ৭

৪. একটুকরো রাস্তা

২০২১ সালের ১৯ সেপ্টেম্বর স্পেনের লা পালমা দ্বীপে তাজোগাইতে আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়। অগ্ন্যুৎপাতের তীব্রতা এত বেশি ছিল যে হাজার হাজার বাড়ি ঘর লাভায় চাপা পড়ে। সেই অঞ্চলের অবস্থা দেখতে ড্রোন চালিয়ে ছবি তুলছিলেন হাভিয়ের গার্সিয়া। তখন তিনি লাভায় ধ্বংস হয়ে যাওয়া একটি রাস্তার কিছু অংশ অক্ষত অবস্থায় দেখতে পান।

৫ / ৭

৫. হিমবাহ

ব্রাসভেলব্রীন হিমবাহ গলে যাচ্ছে দ্রুত। এর জলপ্রপাতগুলো জলবায়ু পরিবর্তনের এক জরুরি বাস্তবতাকে তুলে ধরছে। এটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা যদি এখনই পদক্ষেপ না নিই, তাহলে কী ভয়াবহ ঝুঁকির সম্মুখীন হতে পারি। ছবিটি তুলেছেন থমাস বিজয়ন।

আরও পড়ুন
৬ / ৭

৬. হ্রদ ও ফ্ল্যামিঙ্গো

কিছু ছবি প্রথম দেখায় বোঝা যায় না। একটু সময় নিয়ে দেখলে বোঝা যায়, আসল ছবিটা কিসের। ডেভিড সুইন্ডলারের তোলা এই অসাধারণ ছবিটি তেমনই একটি। এখানে একটি হ্রদের ওপর দিয়ে ফ্ল্যামিঙ্গো পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। ওপর থেকে তোলা এই দৃশ্যটি এক ভিন্ন মাত্রা পেয়েছে, যা প্রথম দেখাতে সহজে বোঝা যায় না।

৭ / ৭

৭. আগুন ও বরফের মেলবন্ধন

এক দিক থেকে ধেয়ে আসছে আগ্নেয়গিরির লার্ভা আর অন্যদিকে তা প্রতিরোধের জন্য দাঁড়িয়ে আছে বরফে ঢাকা পাহাড়। আইসল্যান্ডের রেইকজেনেস দ্বীপের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় ছবিটি তোলা হয়েছে। অ্যাল কারমারেকের ড্রোনে তোলা এই ছবিটি ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে ফটো সাংবাদিকতা বিভাগে স্বর্ণপদক জিতেছে।

লেখক: শিক্ষার্থী, ঢাকা কলেজ

সূত্র:  নিউইয়র্ক পোস্ট, সায়েন্স ফোকাস

আরও পড়ুন