মহাবিশ্বের নীল নকশার খোঁজে

দ্য গ্র্যান্ড ডিজাইন

প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ মহাবিশ্বের সৃষ্টি রহস্য নিয়ে কৌতূহলী। ছোটবেলায় আমিও মাঝেমধ্যে ভাবতাম এসব নিয়ে। আমাদের এই পৃথিবীটা কত বড়? পৃথিবীর বাইরে কি আর কিছু আছে? কিংবা আমাদের এই সুন্দর পৃথিবী  সৃষ্টি হলো কেমন করে? সেসব রহস্য বিজ্ঞানীরা উন্মোচন করেছেন যুগ যুগ ধরে। এর পেছনে কাজ করেছেন হাজার হাজার বিজ্ঞানী। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা আজ আধুনিক বিজ্ঞানের আলোকে এসব বিষয় বিশ্লেষণ করতে পারি। স্টিফেন হকিংয়ের দ্য গ্র্যান্ড ডিজাইন বইটি মূলত সেসব বিজ্ঞানীদের আবিষ্কারের কাহিনি নিয়েই লেখা।

এই বইটি পাঠককে মহাবিশ্বের গভীরতম প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করায়। আমরা কেন এখানে? কীভাবে এই মহাবিশ্ব তৈরি হলো?  স্টিফেন হকিং ও লিওনার্ড ম্লোডিনো যুক্তির আলোয় এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন। বিখ্যাত এই বইটি এক সময় অ্যামাজনের বেস্ট সেলারের তালিকায় ছিল।

বইটি শুধু বিজ্ঞানের নয়, এটি আমাদের অস্তিত্বের গভীরতম রহস্য নিয়ে এক বুদ্ধিদীপ্ত আলোচনা। যারা বিজ্ঞানের গভীরে গিয়ে চিন্তা করতে ভালোবাসেন, তাদের জন্য দ্য গ্র্যান্ড ডিজাইন অবশ্য পাঠ্য।

বইয়ে মাল্টিভার্স, এম-থিওরিসহ আধুনিক পদার্থবিজ্ঞানের নানা ধারণা ব্যাখ্যা করা হয়েছে সহজ ভাষায়। বইটি অনুবাদ করেছেন আবুল বাসার। বাংলা অনুবাদটি পরিষ্কার ও পাঠযোগ্য। বিজ্ঞানপ্রেমীদের জন্য এটি চমৎকার এক সংযোজন।

আরও পড়ুন
'দ্য গ্র্যান্ড ডিজাইন' বাংলা অনুবাদের প্রচ্ছদ

একনজরে

দ্য গ্র্যান্ড ডিজাইন

লেখা: স্টিফেন হকিং ও লিওনার্ড ম্লোডিনো

অনুবাদ: আবুল বাসার

প্রথম প্রকাশ: জানুয়ারি ২০২৪

প্রকাশক: প্রথমা প্রকাশন

প্রচ্ছদ: আরাফাত করিম

দাম: ৪০০টাকা

এই বইটি পাঠককে মহাবিশ্বের গভীরতম প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করায়। আমরা কেন এখানে? কীভাবে এই মহাবিশ্ব তৈরি হলো?  স্টিফেন হকিং ও লিওনার্ড ম্লোডিনো যুক্তির আলোয় এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন।

বইয়ে মোট সাতটি অধ্যায় আছে। প্রথম অধ্যায় ‘অস্তিত্বের রহস্য’। এখানে এমন অনেক প্রশ্ন আছে, যা নিয়ে আমরা সাধারণত মাথা ঘামাই না। যেমন, আমরা টিকে আছি কেন? অনেক কিছুর মধ্যে কেন শুধু নির্দিষ্ট কিছু জিনিস টিকে গেল? এককালে এসব প্রশ্নের উত্তর জানা ছিল না আমাদের। তখন মানুষ দর্শনের সাহায্যে এসব প্রশ্নের উত্তর দিতেন। কিন্তু এখন আধুনিক বিজ্ঞানের যুগে দর্শন মৃতপ্রায়। সরাসরি প্রমাণ ছাড়া কথা বলে না বিজ্ঞান। সেখানে দেখে বা চিন্তা-যুক্তি দিয়ে কোনো বিষয়ের ব্যাখ্যা করার সুযোগ কোথায়!

বইটি শুধু বিজ্ঞানের নয়, এটি আমাদের অস্তিত্বের গভীরতম রহস্য নিয়ে এক বুদ্ধিদীপ্ত আলোচনা। যারা বিজ্ঞানের গভীরে গিয়ে চিন্তা করতে ভালোবাসেন, তাদের জন্য দ্য গ্র্যান্ড ডিজাইন অবশ্য পাঠ্য।

বইটি পাওয়া যাবে অনলাইন ও অফলাইন বিভিন্ন বুকশপে। ২০২৪ সালে বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

লেখক: শিক্ষার্থী, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ

আরও পড়ুন