চলছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

চলছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। ১৮ জুন, বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান কমপ্লেক্স ভবনে শুরু হয়েছে এই আয়োজন।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি সকাল ১০টায় এই আয়োজনের উদ্বোধন করেন। তিন দিনের এই বিজ্ঞান মেলা শেষ হবে ২০ জুন, শুক্রবার।

বৃষ্টির নির্দিষ্ট সময়ের কিছুটা পরে অলিম্পিয়াড শুরু হয়। শিক্ষার্থীদের ১০০টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে ১০০ মিনিটের মধ্যে। অলিম্পিয়াড শেষে অল্প বিরতি দিয়ে শুরু হয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শুরু হয় বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সারা দেশের ৬৪ জেলার প্রায় ৭০০ প্রতিযোগী অংশ নিয়েছে। বিজ্ঞান কমপ্লেক্স ভবনের দুই তলা জুড়ে জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরা মোট ১৮০টি স্টলে নিজেদের প্রজেক্ট প্রদর্শন করে। শিক্ষার্থীরা তাদের তৈরি মডেল ও প্রজেক্টের কার্যকারিতা দর্শক ও বিচারকদের সামনে তুলে ধরে।

আরও পড়ুন

নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব তাদের তৈরি একটি ড্রোন নিয়ে এসেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। ড্রোনটি দেখার জন্য তাদের স্টলের সামনে অনেক মানুষের ভিড়। রোবোটিক্স ল্যাবের প্রতিনিধি জানান, ‘আমাদের এই ড্রোনটি একটি মিলিটারি পারপাসের লিটল ড্রোন। বেসরকারি পর্যায়ে সামরিক ড্রোন হিসেবে তৈরি বাংলাদেশের প্রথম ড্রোন এটি। এর সম্পূর্ণ ডিজাইন ও ডেভেলপমেন্ট আমাদের ল্যাবে বানিয়েছি। এটা প্রায় ৬ কেজি ওজন বহন করতে পারে। আকাশে উড়তে পারে প্রায় ৪-৫ ঘণ্টা।’

তবে বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ের কিছুটা পরে অলিম্পিয়াড শুরু হয়। শিক্ষার্থীদের ১০০টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে ১০০ মিনিটের মধ্যে। অলিম্পিয়াড শেষে অল্প বিরতি দিয়ে শুরু হয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। প্রথম দিনের কুইজে ১২টি দলের ৩ জন করে শিক্ষার্থী অংশ নেয়। এই ১২টি দল থেকে ৬টি দল সেমিফাইনাল পর্বে যাবে এবং সেখান থেকে বিজয়ী দলগুলো অংশ নেবে ফাইনালে।

বিজ্ঞান কমপ্লেক্স ভবনের দুই তলা জুড়ে জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরা মোট ১৮০টি স্টলে নিজেদের প্রজেক্ট প্রদর্শন করে। শিক্ষার্থীরা তাদের তৈরি মডেল ও প্রজেক্টের কার্যকারিতা দর্শক ও বিচারকদের সামনে তুলে ধরে।

বিজ্ঞান কুইজে অংশ নিয়েছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি দল। দলের সদস্য রুবাইয়াত-ই-জান্নাত জানিয়েছে, ‘আমরা জেলা ও বিভাগীয় পর্যায়ের বিজ্ঞান কুইজে অংশ নিয়ে বিজয়ী হয়ে জাতীয় পর্বে এসেছি। আশা করছি ভালো কিছু হবে। অনেক জেলা থেকে অনেক প্রতিযোগী দেখে বেশ ভালো লাগছে।’

আরও পড়ুন

মেলায় আসা এক অভিভাবক বলেন, ‘মেলার ক্ষুদে বিজ্ঞানীদের বানানো নতুন নতুন প্রযুক্তি আমাকে বেশ মুগ্ধ করেছে। আশা করি এর মাধ্যমে তরুণ প্রজন্ম বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে এবং ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের হাতে-কলমে শিখতে এবং তাদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে উৎসাহিত করে।’

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩-এ চলছে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী
ফাইল ছবি: প্রথম আলো

এবারের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের স্লোগান হলো ‘জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়’। এই স্লোগানের সঙ্গে মিল রেখে শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করে অংশ নিয়েছে। আমাদের দেশের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বিজ্ঞান প্রজেক্ট তৈরি করেছে। এই আয়োজনে সারা দেশের বহু শিক্ষার্থীর পাশাপাশি তরুণ বিজ্ঞানী, উদ্ভাবক ও উদ্যোক্তারাও অংশ নিচ্ছেন।

বেসরকারি পর্যায়ে সামরিক ড্রোন হিসেবে তৈরি বাংলাদেশের প্রথম ড্রোন এটি। এর সম্পূর্ণ ডিজাইন ও ডেভেলপমেন্ট আমাদের ল্যাবে বানিয়েছি। এটা প্রায় ৬ কেজি ওজন বহন করতে পারে। আকাশে উড়তে পারে প্রায় ৪-৫ ঘণ্টা।

উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের অংশ হিসেবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতি বছর সারা দেশে তিন ধাপে বিজ্ঞান মেলার আয়োজন করে। প্রথম ধাপে দেশের সব উপজেলায় এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে এরপর জেলা পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান থেকে বিজয়ী শিক্ষার্থীরা এখন জাতীয় পর্যায়ের এই বিজ্ঞান মেলায় অংশ নিচ্ছে।

আরও পড়ুন