বিজ্ঞানের বিভিন্ন শাখায় আলোচিত ১০

বছরজুড়ে পদার্থবিজ্ঞান, মহাকাশ, জীববিজ্ঞান ও প্রযুক্তির আলোচিত ১০ প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য। সেই সব, একসঙ্গে, দেখে নিন...

বছরজুড়ে পদার্থবিজ্ঞানের আলোচিত ১০

পদার্থবিজ্ঞানের জন্য বেশ জমজমাট একটি বছর ছিল ২০২৩। জেমস ওয়েবের মতো দুরবিন দিয়ে জ্যোতিঃপদার্থবিজ্ঞানীরা যেমন সুবিশাল মহাবিশ্বের নানা রহস্যের কিনারা করতে চেয়েছেন, তেমনি পৃথিবীতে বসে কণাপদার্থবিদেরা অতিসূক্ষ্ম যন্ত্র ব্যবহার করে উঁকি দিয়েছেন পরমাণুর গভীরে। অতিক্ষুদ্র সেই জগত সম্পর্কে জানার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন পরমাণুর কোয়ান্টাম দশার স্বরূপ। এখানেই শেষ নয়। মহাকর্ষ তরঙ্গ, সমন্বিত তত্ত্ব, অ্যান্টিম্যাটারের আচরণসহ আরও নানা বিষয়ে যুগান্তকারী গবেষণা হয়েছে এ বছর।

পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বিস্তৃত। ছোট্ট কোনো তালিকায় সেই ছবিটা ধরা কঠিন। এ লেখায় তবু এর একটা আঁচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন উৎসের সাহায্য নিয়ে তৈরি নির্বাচিত দশটি গবেষণা...

বছরজুড়ে মহাকাশবিজ্ঞানের আলোচিত ১০

২০২৩ সালে মহাকাশ পর্যবেক্ষণ, গবেষণা ও অভিযানে দারুণ অগ্রগতি এসেছে। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ফলে মানুষ এখন আগের চেয়ে আরও ভালোভাবে মহাকাশ পর্যবেক্ষণ করতে পারছে। দুরবিনের ক্যামেরায় ধরা দিচ্ছে মহাবিশ্বের সুপ্রাচীন অতীত। এসব তথ্য বিশ্লেষণ করে জানা গেছে অনেক নতুন তথ্য। রহস্যের সমাধান যেমন মিলেছে, তেমনি জমাট বেঁধেছে নতুন রহস্য। বিজ্ঞানচিন্তার মাধ্যমে বাঙালি পাঠক সারা বছর এরকম অনেক ঘটনার কথাই শুনেছেন। বছরজুড়ে আলোচিত এরকম বিভিন্ন ঘটনা থেকে নির্বাচিত ১০টি নিয়ে এই আয়োজন।

বছরজুড়ে প্রযুক্তির আলোচিত ১০

২০২৩ সালে প্রযুক্তিবিশ্ব দেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার। পাশাপাশি মহাকাশ যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, ডিজিটাল নিরাপত্তার মতো ক্ষেত্রেও এসেছে উল্লেখযোগ্য সব অগ্রগতি। বছরজুড়ে ঘটে যাওয়া ১০ আলোচিত আবিষ্কার ও ঘটনা নিয়ে সাজানো হয়েছে...

বছরজুড়ে জীববিজ্ঞানের আলোচিত ১০

জীবনকে বোঝার লক্ষ্যেই জীববিজ্ঞান চর্চা। সেই লক্ষ্যে বিজ্ঞান অনেকখানি এগিয়েছে চলতি বছর। চেতনাকে বোঝার প্রচেষ্টা, স্টেমকোষ থেকে সিন্থেটিক ভ্রূণ তৈরি কিংবা সিকল সেল অ্যানিমিয়া রোধে ক্রিসপারের ব্যবহার, প্রাণীর মস্তিষ্কের মানচিত্র নির্মাণ, ওয়াই ক্রোমোজমের পূর্ণা মানচিত্র উন্মোচন—জীববিজ্ঞানের অগ্রগতি হয়েছে নানাদিকে। কোয়ান্টা ম্যাগাজিনদ্য গার্ডিয়ানবিবিসি সায়েন্স ফোকাসলাইভ সায়েন্সসহ বেশ কিছু উৎসের সাহায্য নিয়ে এর মধ্য থেকে আলোচিত ১০ গবেষণা...